Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বুয়েট

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৫ ১৪:৩৮

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাতটি বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)

পদের নাম:
১. স্থাপত্য বিভাগ
অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।

২. পানি সম্পদ কৌশল বিভাগ
(ক) অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
(খ) সহকারী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮ : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

৩. পুরকৌশল বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
(খ) সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

বিজ্ঞাপন

৪. রসায়ন বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
(খ) সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭,০১০ টাকা।
(গ) লেকচারার-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৫. গণিত বিভাগ
(ক) সহকারী অধ্যাপক-এর ২টি পদ। ১টি স্থায়ী এবং সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা। (খ) লেকচারার-এর ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৬. আই.আই.সি.টি
লেকচারার-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

৭. মানবিক বিভাগ
লেকচারার (ইংরেজি)-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।

সব পদের বিস্তারিত তথ্যের জন্য বুয়েট ওয়েবসাইট (regoffice.buet.ac.bd)- Vacancy-এর Job circular page-এ Search করতে হবে। রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায়ও সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

আবেদন দেয়ার শেষসময়: আগামী ১০ ডিসেম্বর।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর