Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের প্রয়োজনীয় অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ জুলাই ২০২৫ ১৬:৪২

আপনার হাতের ফোনটি শুধু কথা বলা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্যই নয়। এই ফোন দিয়েই শিক্ষার্থীরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তাদের পড়াশোনাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে। যা সময় বাঁচাতে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে এবং দক্ষতা অর্জন করতে সাহায্য করছে শিক্ষার্থীদের।

আজ জানবো, শিক্ষার্থীদের জন্য কার্যকর কিছু অ্যাপের বিষয়ে …

নোট রাখার সহজ উপায় _

লেকচার, ব্যক্তিগত নোট বা টু-ডু-লিস্ট— সবকিছুই রাখা যায় Google Keep-এ। রঙ ও ট্যাগ দিয়ে সংগঠিত করা যায়, আর ভয়েস দিয়ে নোট নেওয়ার সুবিধাও রয়েছে। যেকোনো ডিভাইস থেকে এটি ব্যবহার করা যায়।

ছবি থেকে লেখা _

বোর্ডের লেখা, হ্যান্ডআউট বা বইয়ের পাতা স্ক্যান করে ডিজিটাল নোট বানানোর অ্যাপ হলো Microsoft Lens। OCR প্রযুক্তির মাধ্যমে এটি লেখা চিনে নিতে পারে। স্ক্যান করা ফাইল সরাসরি OneDrive বা Google Drive-এ সংরক্ষণ করা যায়।

বিজ্ঞাপন

মনোযোগ ধরে রাখতে _

Forest অ্যাপটি একাগ্রতা বাড়াতে কাজ করে। নির্দিষ্ট সময় ফোন না ধরলে একটি গাছ জন্মায়—এভাবে তৈরি হয় ভার্চুয়াল ফরেস্ট। এটি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে এবং সামাজিক মাধ্যমে সময় নষ্ট কমাতে সাহায্য করে।

সময় ব্যবস্থাপনার জন্য _

ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট-সবকিছু সময়মতো করতে সাহায্য করে এই Google Calendar অ্যাপ। রিমাইন্ডার সেট করে কাজের চাপ কমানো যায়, আর ক্যালেন্ডার রঙ দিয়ে সাজিয়ে রাখা যায় সাজানো রুটিনের মতো।

শেখা যাবে ঘরে বসেই _

গণিত, বিজ্ঞান, ইতিহাসসহ নানা বিষয়ের ভিডিও লেকচার পাওয়া যায় Khan Academy-তে। শিক্ষার্থীরা নিজেদের গতি অনুযায়ী শেখার সুযোগ পান। বাংলাতেও কিছু ভিডিও কনটেন্ট রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য উপযোগী।

ডুওলিংগো _

ভাষা শেখার জন্য এক জনপ্রিয় অ্যাপ ডুওলিংগো। এখানে ৩০টিরও বেশি ভাষা শেখার সুযোগ রয়েছে, যেমন ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, চীনা, জাপানি, আরবি, হিন্দি, রুশ এবং আরও অনেক কিছু। ডুওলিংগো শিক্ষার্থীদের শেখানোর জন্য গেমিফিকেশন পদ্ধতি ব্যবহার করে, যার মাধ্যমে ভাষা শেখা আরও মজাদার এবং সহজ হয়ে ওঠে। সব স্তরের মানুষের জন্য উপযুক্ত। শুরু থেকে উচ্চ পর্যায় পর্যন্ত শেখা যায়।

সারাবাংলা/এনএল/এএসজি

শিক্ষার্থীদের প্রয়োজনীয় অ্যাপ