Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি থেকেই ভিডিও তৈরি করবে জেমিনি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৮:২৭

এআই আমাদের ধরণের বাইরের অবাস্তব কিছুকেই সম্ভব করে তুলেছে। সম্প্রতি গুগলের এআই চ্যাটবট জিমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যে কোনো ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তরিত করে দেবে এই ফিচার এবং সেটাও শব্দসহ। এই ভিডিও টুল আগে থেকেই ছিল গুগলে। এবার সেটি যুক্ত হলো গুগলের এআই প্ল্যাটফর্ম জিমিনিতে।

এই ‘ফটো-টু-ভিডিও’ ফিচারটি গুগলের ভিইও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি কোনো রেফারেন্স ছবি ব্যবহার করে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে। ভিডিওতে আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তৈরি অডিও, যার মধ্যে থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ এবং সংলাপ।

গুগল জানিয়েছে, আপাতত নির্বাচিত কিছু অঞ্চলে গুগল এআই আল্ট্রা এবং প্রো সাবস্ক্রাইবারদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হয়েছে। ওয়েব ভার্সনে এটি বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে চালু হয়েছে। এটি সপ্তাহজুড়ে মোবাইল ডিভাইসেও ধাপে ধাপে রোলআউট হবে।

বিজ্ঞাপন

ব্যবহারকারীরা প্রম্পট বারে থাকা ‘টুলস’ অপশনে গিয়ে ‘ভিডিও’ বেছে নিয়ে একটি ছবি আপলোড করতে পারবেন। সঙ্গে যুক্ত করতে পারবেন ছবির গতিবিধির পাঠ্য বর্ণনা। চাইলে অডিও বর্ণনাও যোগ করা যাবে, যাতে সংলাপ, শব্দপ্রভাব ও পরিবেশের শব্দ নিখুঁতভাবে ভিডিওর সঙ্গে সিঙ্ক হয়। তৈরি হওয়া ভিডিও ফাইলগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে এমপি৪ ফাইলে পাওয়া যাবে।

গুগলের ভাষায়, ‘ব্যবহারকারীরা চাইলে দৈনন্দিন জিনিসপত্রকে অ্যানিমেট করতে, নিজ হাতে আঁকা ছবি ও পেইন্টিং জীবন্ত করে তুলতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি যোগ করতে পারেন। প্রতিটি ভিডিওতে একটি দৃশ্যমান ওয়াটারমার্ক এবং একটি অদৃশ্য ‘সিনথআইডি’ ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যা ইঙ্গিত দেবে এটি এআই জেনারেটেড ভিডিও।’

গুগল জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।

খবর: দ্য ভার্জ।

সারাবাংলা/এনএল/এএসজি

ছবি থেকেই ভিডিও তৈরি করবে জেমিনি