Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই উপলক্ষে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট, যেভাবে পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১৭:৪১

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী শুক্রবার (১৮ জুলাই) গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার জন্য মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুসারে গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের আগামী ১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা _

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে: গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা 1211807# ডায়াল করে, রবি গ্রাহকরা 41807#, বাংলালিংক গ্রাহকরা 1211807# এবং টেলিটক গ্রাহকরা 1111807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

বিটিআরসির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দিবসটির গুরুত্ব এবং এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ফ্রি ইন্টারনেট ডে সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো:‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807#, টেলিটক 1111807# ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’

সারাবাংলা/এনএল/এএসজি

ফ্রি ইন্টারনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর