স্পা সেন্টার, পাবলিক টয়লেট, ট্রায়াল রুম কিংবা হোটেল রুম, এইসব জায়গায় ছোট্ট সিসি ক্যামেরা লুকিয়ে রাখার ঘটনা এখন আর নতুন কিছু নয়। অসাধু ব্যক্তিরা এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা উদ্দেশ্যে এমন কাজ করে থাকে।
তবে একটু সচেতনতা হলেই এই স্পা সেন্টার, পাবলিক টয়লেট, ট্রায়াল রুম কিংবা হোটেল রুমে লুকানো ক্যামেরা খুঁজে বের করা সম্ভব খুব সহজ।
আসুন জেনে নেই লুকানো ক্যামেরা খুঁজে বের করার কিছু সহজ উপায় …
রিফ্লেকশনের মাধ্যমে খোঁজ করুন ক্যামেরা _
আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করুন এবং ঘরের কোণ, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভি রিমোটের মতো সন্দেহজনক জায়গাগুলোতে আলো ফেলুন। গোপন ক্যামেরার ছোট লেন্সে আলো পড়লে সেটা আপনার ফোনের ক্যামেরায় ছোট্ট আলোর প্রতিফলন হিসেবে দেখা যাবে।
ইনফ্রারেড লাইট শনাক্ত করুন _
অনেক হিডেন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা চোখে দেখা যায় না; কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ঘোরাফেরা করুন। কোথাও লালচে আলো চোখে পড়লে, সেটা ইনফ্রারেড লাইট হতে পারে এবং তার মানে সেখানে ক্যামেরা লুকানো থাকতে পারে।
হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ ব্যবহার করুন _
প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায়, যেমন ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’। এগুলো ফোনের সেন্সর ব্যবহার করে কাছাকাছি থাকা লুকানো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস খুঁজে বের করতে সাহায্য করে।
ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন _
হিডেন ক্যামেরা যদি ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, তাহলে সেটি হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। আপনার ফোন দিয়ে Wi-Fi স্ক্যান করুন এবং দেখুন অচেনা কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না। সন্দেহজনক কিছু দেখলে সতর্ক হন।
পোর্টেবল ক্যামেরা ডিটেকশন ডিভাইস ব্যবহার করুন _
আপনি চাইলে ছোট ও পোর্টেবল ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ ডিভাইস কিনে নিতে পারেন। এগুলো বাজারে বা অনলাইনেই পাওয়া যায় এবং বেশ ভালোভাবে গোপন ক্যামেরা শনাক্ত করতে পারে।
যদি কিছু সন্দেহজনক মনে হয়, দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা সবার আগে।
ব্যক্তিগত গোপনীয়তার জন্য গুরুতর হুমকি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিছু সহজ উপায়েই চেক করে নিতে পারেন আপনি যেখানে আছেন সেখানে লুকানো ক্যামেরা আছে কিনা। চেক করুন আর নিরাপদে থাকুন।