Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কম্পিউটারের স্ক্রিন পড়ে পরামর্শ দেবে এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১৬:৪৬

মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কো-পাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে। এখন থেকে ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে।

এবার নতুন আপডেটের ফলে এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট কোনো ব্রাউজার বা অ্যাপ উইন্ডো পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি।

যদিও আগে এই টুল একসাথে দুটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত।

তবে এটি মাইক্রোসফটের আরেকটি ফিচার ‘রিকল’-এর মতো নয়। রিকল নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেয়। কোপাইলট ভিশনের কাজ অনেকটা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার মতো। ব্যবহারকারী চাইলে কোপাইলট অ্যাপে থাকা চশমা আইকনে ক্লিক করে নির্দিষ্ট ডেস্কটপের স্ক্রিন টুলটির সাথে শেয়ার করতে পারবেন।

বিজ্ঞাপন

মাইক্রোসফটের দাবি, কোপাইলট ভিশন কনটেন্ট বিশ্লেষণ করতে, অন্তর্দৃষ্টি দিতে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারে। এটি উচ্চ স্বরে নির্দেশনা দিয়েও সহায়তা করতে পারে।

ব্যবহারকারীরা এর মাধ্যমে নিজের সৃষ্টিশীল প্রকল্পে উন্নতির পরামর্শ, জীবনবৃত্তান্ত (রেজুমে) ভালো করার গাইডলাইন বা নতুন কোনো গেম খেলার সময় সহায়তা পেতে পারেন।

সারাবাংলা/এনএল/এএসজি

কম্পিউটারের স্ক্রিন পড়ে পরামর্শ দেবে এআই