বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।
এই ফিচারের মাধ্যমে এখন থেকে টিকটকে কেউ বন্যা বা দুর্যোগ সংক্রান্ত কোনো বিষয় সার্চ করলে একটি সতর্কতামূলক ব্যানার প্রদর্শিত হবে। সেখানে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করতে উৎসাহিত করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া থাকবে।
টিকটক জানায়, এই সার্চ গাইডের মাধ্যমে ইউজাররা সরাসরি যুক্ত হতে পারবে বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)-এর তথ্য ও দিকনির্দেশনার সঙ্গে। গাইডটিতে টিকটকের ‘সেফটি সেন্টার’ এবং ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’-এর লিংকও সংযুক্ত থাকবে।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা ব্যক্তিগত ক্ষতির মতো ঘটনাকে কীভাবে ‘মর্মান্তিক ইভেন্ট’ হিসেবে সংজ্ঞায়িত করা হয় এবং এমন কনটেন্ট দায়িত্বশীলভাবে শেয়ার করার নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবে এবং নিজেদের নিরাপদ রাখতে পারবে।”