Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনসার্টে গান শোনাই কাল হলো যার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জুলাই ২০২৫ ১৭:০০

কোল্ডপ্লের কনসার্টে সহকর্মীর সঙ্গে আলিঙ্গন করার ভিডিও ভাইরাল হওয়ার পর পদত্যাগ করেছেন মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরন। গত শনিবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ঘটনার সূত্রপাত গত বুধবার, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্টে। কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় (স্ক্রিন) হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন।

ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তের মধ্যে তারা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করেন। নারীটি ঘুরে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, পুরুষটি নিচু হয়ে বসে পড়েন।

বিজ্ঞাপন

এই দৃশ্য দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, ‘হয় তারা প্রেম করছেন, নয়তো তারা খুবই লাজুক।’

মুহূর্তটি ধারণ করা ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়। পরে ভিডিওটি অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয়, টেলিভিশন শোতে হাস্যরসের উপকরণ হয়ে ওঠে।

এই দৃশ্য দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, ‘হয় তারা প্রেম করছেন, নয়তো তারা খুবই লাজুক।’

এই দৃশ্য দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, ‘হয় তারা প্রেম করছেন, নয়তো তারা খুবই লাজুক।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ‘ইন্টারনেট গোয়েন্দারা’ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে এই নারী-পুরুষের পরিচয় শনাক্ত করে ফেলেন। জানা যায়, ভিডিওতে থাকা পুরুষটি হচ্ছেন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন। আর বাইরনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন। তিনি একই প্রতিষ্ঠানের প্রধান জনসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট।

বিবাহিত বায়রন ও তার সহকর্মীর গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ওঠে।

এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন অ্যান্ডি বাইরন। বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার বলেছে, ‘প্রতিষ্ঠার পর থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে কাজ করে চলেছি তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শীর্ষ কর্মকর্তারা তাদের আচরণ ও জবাবদিহির মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু সম্প্রতি তা বজায় রাখা হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি-জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান

সারাবাংলা/এনএল/এএসজি

অ্যান্ডি বাইরন ক্রিস্টিন ক্যাবট