Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এআই মোড’ ফিচার আনছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জুলাই ২০২৫ ১৭:৩৭

গুগলে ব্যবহারকারীদের কোনোকিছু খোঁজাকে সহজ করতে বার্ড, জেমিনাই, নোটবুকএলএম, এআই ওভারভিউ—এরপর গুগল আনছে আরও এক যুগান্তকারী ফিচার- ‘এআই মোড’। চলতি বছরের জুনে গুগল আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মোচন করে। এখন থেকে গুগল ব্যবহারযোগ্য যেকোনো ডিভাইসেই এ সুবিধা পাওয়া যাচ্ছে।

নতুন এই ফিচারটি ব্যবহারকারীর জিজ্ঞাসার উত্তর আরও গবেষণাভিত্তিক, বিস্তারিত ও কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করে। অর্থাৎ, আগের মতো অসংখ্য লিংকের মধ্য থেকে তথ্য খুঁজে বের করার ঝামেলা অনেকটাই কমে যাবে।

এআই মোড চালু করার পদ্ধতি _

এআই মোড চালু করতে হলে গুগল সার্চ বারের পাশে থাকা নির্দিষ্ট ‘এআই মোড’ ট্যাবে যেতে হবে। একবার চালু করলেই প্রতিটি সার্চে ব্যবহারকারী পাবেন এআই-উৎপাদিত সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক উত্তর। পাশাপাশি দরকারি লিংক, গ্রাফ বা পয়েন্ট আকারে সাজানো তথ্যও দেখা যাবে।

বিজ্ঞাপন

গুগল জানায়, এই মোড শুধু সাধারণ সার্চ নয়, অনলাইন শপিংয়েও সহায়ক হবে। কারণ, এটি শত কোটি পণ্যের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীকে সবচেয়ে প্রাসঙ্গিক প্রোডাক্ট সাজেশন দিতে সক্ষম।

এই মোড গুগলের পূর্ববর্তী এআই উদ্ভাবনগুলোর, যেমন বার্ড বা জেমিনাই ধারাবাহিকতায় একটি বড় পদক্ষেপ।

সারাবাংলা/এনএল/এএসজি

এআই মোড গুগল সার্চ জায়ান্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর