Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎শিশুদের জন্য নতুন অ্যাপের ঘোষণা দিলেন মাস্ক

‎তথ্যপ্রযুক্তি ডেক্স
২২ জুলাই ২০২৫ ১৯:১২

‎শিশুদের জন্যই বিশেষ ভাবে তৈরি নতুন একটি অ্যাপ তৈরির ঘোষণা দিলেন, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থা এক্সএআই (xAI)। নতুন এই অ্যাপটির নাম বেবি গ্রক (Baby Grok)।

‎রোববারএক্স হ্যান্ডলে পোস্ট করে এই বাচ্চাদের জন্য তৈরি নতুন প্ল্যাটফর্মের কথা জানিয়েছেন মাস্ক।

‎এই অ্যাপে মূলত চাইল্ড-সেন্ট্রিক কনটেন্ট থাকবে। মাস্কের সংস্থা এক্স-এর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্ল্যাটফর্ম হলো গ্রক। এক্স প্ল্যাটফর্মে (অতীতের টুইটার) আপনি গ্রক-এর সহায়তা পাবেন। সেই ধাঁচেই বাচ্চাদের জন্য তৈরি হতে পারে বেবি গ্রক।

‎মাস্ক জানিয়েছেন, আমেরিকার কমিক্স চরিত্র ‘বেবি গ্রুট’ থেকে অনুপ্রাণিত হয়ে এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বেবি গ্রকে কী ফিচার থাকবে, কবে তা বাজারে আসবে- সে ব্যাপারে কিছুই জানাননি মাস্ক।

বিজ্ঞাপন

‎তিনি জানিয়েছেন, শুধুমাত্র বাচ্চাদের কথা মাথাই রেখেই তৈরি করা হবে এই অ্যাপ।

‎গত বছর ২৩ মে ইলন মাস্ক বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া বাচ্চার জন্য খারাপ। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার বাচ্চাদের ডোপামাইন লেভেলে প্রভাব ফেলে।’ বাজার উপলব্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাচ্চারা যাতে বেশি সময় না কাটায় সে দিকে নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শও দিয়েছিলেন তিনি।

‎মাস্কের সংস্থা যে অ্যাপ আনতে চলেছে, তা বাজারে প্রচলিত বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে কতটা আলাদা হয় সেটাই এখন দেখার।

‎সারাবাংলা/এনএল/এএসজি

বেবি গ্রক ‎শিশুদের জন্য নতুন অ্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর