বর্তমান তরূণ প্রজন্মের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়। কিন্তু রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়। কেমন হয় যদি রিলসগুলো অটোমেটিক একের পর এক চলতে থাকে?
হ্যা ঠিক শুনেছেন…মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এখন থেকে যুক্ত হচ্ছে অটো রিল। এতে আরো সহজে দেখা যাবে রিলস ভিডিও। একের পর এক স্ক্রল করতে হবে না।
ইতিমধ্যেই আইফোনে যুক্ত করা হয়েছে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তবে অ্যান্ড্রয়েড ফোনে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি।
ফিচারটি চালু করার উপায় _
অটো স্ক্রল ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনো একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর অটো স্ক্রল ফিচারটি চালু করতে হবে।
একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।