Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাত থেকে এসি-টিভি-ফ্রিজ নিরাপদ রাখার উপায়

সারাবাংলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৯:৫৩

প্রকৃতিতে চলছে বর্ষাকাল। এই বৃস্টি এই আবার রোদ। এই আবার ঝড় তুফান। এদিকে আবার এই সময়ে বেড়ে যায় বজ্রপাতের প্রকোপ। সম্প্রতি সারাদেশে বেশ কয়েকজন মারাও গেছেন। এমন বজ্রপাতে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ারও সমূহ আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে নষ্ট না হতে পারে সেদিকে নজর দেওয়া জরুরি।

আসুন জেনে নেই, বজ্রপাত থেকে এসি-টিভি-ফ্রিজ নিরাপদ রাখার উপায় …

* বজ্রপাতের আশঙ্কা থাকলে প্রথমেই এসি, টিভি ও ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। সুইচ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্লাগ থেকে তা খুলেও রাখতে পারেন।

* ‘আর্থিং’ করা আছে বলে বাজ পড়লেও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে—এমন ধারণা একেবারেই ঠিক নয়। অনেক ক্ষেত্রে ‘আর্থিং’ করা থাকলেও বিপদ হতে পারে।

বিজ্ঞাপন

* শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াই-ফাই লাইনে বৈদ্যুতিক সংযোগ থাকলে সেটাও বন্ধ করে দিন। না হলে রাউটার খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও মোবাইল ফোন চার্জে বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না।

* এছাড়াও বাইরে বজ্রপাতের সময় যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তাহলে প্লাগ থেকে খুলে বেবহার করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

বজ্রপাত থেকে এসি-টিভি-ফ্রিজ নিরাপদ রাখার উপায়