Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ন্যাপচ্যাটের ‘হোম সেফ’ অ্যালার্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ১৮:১৪

‘হোম সেফ’ অ্যালার্ট নাম নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে জনপ্রিয় মাল্টিমিডিয়া ভিত্তিক মোবাইল অ্যাপলিকেশন স্ন্যাপচ্যাট।

সম্প্রতি স্ন্যাপচ্যাট জানিয়েছে, এই ফিচারটি ব্যবহারকারীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর পর তাদের বন্ধু বা পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে জানাতে সাহায্য করে। ব্যবহারকারীরা যখন বাইরে থেকে তাদের পূর্বনির্ধারিত বাড়ির লোকেশনে পৌঁছান, তখন এই ফিচার তাদের নির্বাচিত বন্ধুদের কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।

এটি বিশেষত রাতের বেলা ভ্রমণ, কনসার্ট, পার্টি বা দীর্ঘ যাত্রার পর নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে, যাতে প্রিয়জনরা নিশ্চিত হতে পারেন যে ব্যবহারকারী নিরাপদে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

ফিচারটি চালু করার নিয়ম _

এই ফিচারটি স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের সাথে সমন্বয় করে কাজ করে। তাই ব্যবহারকারীদের আগে থেকে স্ন্যাপ ম্যাপে লোকেশন শেয়ারিং চালু করতে হবে। এবং তাদের বাড়ির ঠিকানা নির্দিষ্ট করে দিতে হবে। গোপনীয়তার বিষয়টি মাথায় রেখে, এই ফিচার শুধু সেই বন্ধুদের সাথে কাজ করে যাদের সাথে ব্যবহারকারী ইতিমধ্যে লোকেশন শেয়ার করার অনুমতি দিয়েছেন।

সূত্র: দ্য ভার্জ।

সারাবাংলা/এনএল/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর