Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওয়ার ব্যাংকের ভুল ব্যবহার যে বিপদ ডেকে আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১৫:১৭

বর্তমানে মোবাইলের মতো পাওয়ার ব্যাংকের ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে পড়েছে। কারণ সকাল থেকে যারা নানা কাজে বাইরে থাকেন তাদের একমাত্র ভরসার জায়গা পাওয়ার ব্যাংক।

কিন্তু ছোট এই ডিভাইসটি ভুলভাবে ব্যবহার করলে বা নিম্নমানের হলে তা মারাত্মক বিপদ ডেকে আন্তে পারে।

পাওয়ার ব্যাংকে মূলত ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি, যা অতিরিক্ত গরম হলে, শর্ট সার্কিট হলে বা ভেতরের তারে ত্রুটি থাকলে বিস্ফোরিত হতে পারে বা আগুন ধরে যেতে পারে। বাজারে অনেক ব্র্যান্ডবিহীন ও অস্বীকৃত মানের পাওয়ার ব্যাংক সস্তায় পাওয়া যায়, যেগুলোর মধ্যে প্রয়োজনীয় সার্কিট সুরক্ষা থাকে না। ফলে এগুলো অতিরিক্ত চার্জিং, গরম হওয়া বা শর্ট সার্কিটের সময় ভয়াবহ ঝুঁকি তৈরি করে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, দীর্ঘ সময় রোদে বা আর্দ্র পরিবেশে রাখলেও পাওয়ার ব্যাংকের ব্যাটারিতে রাসায়নিক প্রতিক্রিয়া বেড়ে যায়, যা বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অনেকেই আবার একই চার্জিং কেবল দিয়ে ফোন ও পাওয়ার ব্যাংক একসঙ্গে চার্জ করেন; এটা একটি বড় ভুল। এতে ফোন নষ্ট হওয়ার পাশাপাশি পাওয়ার ব্যাংকের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।

তাই পাওয়ার ব্যাংক ব্যবহারে সচেতনতা অত্যন্ত জরুরি। তাই দুর্ঘটনা এড়াতে যা করতে হবে _

* মানসম্মত ব্র্যান্ড বাছাই করা,
*অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রাখা,
* একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ না দেওয়া এবং
* রোদ-আর্দ্রতা থেকে দূরে রাখা

সারাবাংলা/এনএল/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর