Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১৯:২৮

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচার এনেছে মেটা। এখন থেকে একটি মাত্র ক্লিকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে একসঙ্গে প্রোফাইল ছবি বদলানো যাবে। আর মেটার এই নতুন সিঙ্ক ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ফটো ইম্পোর্ট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

নতুন এই ফিচারে কী থাকছে ?

WABetaInfo-এর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.25.21.23-এ এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কয়েকজন বিটা ইউজার ইতিমধ্যেই ফিচারটি পেয়েছেন। অদূর ভবিষ্যতে সকলের জন্য রোল আউট হবে।

এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি পরিবর্তন করতে হলে, ব্যবহারকারীদের গ্যালারি থেকে ছবি নিতে হতো অথবা ক্যামেরা দিয়ে তোলা ছবি আপলোড করতে হতো। কেউ কেউ AI জেনারেটেডও ব্যবহার করতেন। এবার সেই সীমাবদ্ধতা কাটছে।

বিজ্ঞাপন

কীভাবে কাজ করবে নতুন ফিচারটি?

নতুন এই ফিচার ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে Facebook ও Instagram-এর সঙ্গে Meta Accounts Center-এ সংযুক্ত করতে হবে। এরপর আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো অপশনে গিয়ে সরাসরি Instagram বা Facebook থেকে ছবি বেছে নিতে পারবেন।

কাদের জন্য উপকারী?

যারা সব মেটা প্ল্যাটফর্মে এক ছবিই ব্যবহার করতে চান বা প্রতিবার আলাদাভাবে ছবি আপলোড করতে চান না, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। বিশেষ করে ব্যবসায়ী ও ব্র্যান্ড অ্যাকাউন্টধারীদের জন্য এটি হবে সময় সাশ্রয়ী।

সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার