Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রুকলারে বন্ধ হচ্ছে যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৯:৫৮

বর্তমানে বহু স্মার্টফোন ব্যবহারকারীদের নির্ভরতার নাম ট্রুকলার। সময়ের প্রয়োজনে জনপ্রিয় এই অ্যাপটি নতুন ফিচার যেমন যুক্ত করেছে তেমনি কিছু ফিচার বন্ধও করে দিয়েছে।

এবার আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রুকলারের কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করছে ট্রুকলার। মাত্র দুই বছর আগে আইওএসে চালু হওয়া এই ফিচার এবার বাদ যাচ্ছে ট্রুকলারের তালিকা থেকে।

শুরুর দিন থেকেই আইফোনে কল রেকর্ডিং ট্রুকলারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। কারণ অ্যাপলের গোপনীয়তা নীতিমালা অত্যন্ত কঠোর এবং থার্ড পার্টি অ্যাপগুলোকে সরাসরি কল রেকর্ড করার অনুমতি দেয় না। অ্যান্ড্রয়েডের তুলনায় এখানে সীমাবদ্ধতা অনেক বেশি।

বিজ্ঞাপন

এই প্রতিবন্ধকতা দূর করতে ট্রুকলার এক ধরনের মার্জড ‘রেকর্ডিং লাইন’ ব্যবহার করত, যেখানে কলটি আরেকটি লাইনের সঙ্গে মার্জ করে রেকর্ড করা হতো। তবে এবার সেই বিকল্প ব্যবস্থাও সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা বলেন, কোম্পানি এখন লাইভ কলার আইডি এবং স্বয়ংক্রিয় স্প্যাম ব্লকিংয়ের মতো মূল পরিষেবাগুলোর মান উন্নয়নে বেশি মনোযোগ দিতে চায়। এটাই ট্রুকলারের প্রকৃত শক্তি এবং সেসব ফিচারেই তারা ভবিষ্যতে গুরুত্ব দেবে।

তবে ফিচারটি বন্ধ হলেও পূর্বে রেকর্ড করা কলগুলো মুছে ফেলা হবে না বলে জানিয়েছে ট্রুকলার। ব্যবহারকারীরা চাইলে সেগুলো ডাউনলোড করতে পারবেন, ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন কিংবা আইক্লাউডে সংরক্ষণ করে রাখতে পারবেন। এ প্রক্রিয়া সহজ করতে একটি হেল্প পেজ চালু করেছে কোম্পানিটি।

সারাবাংলা/এনএল/এএসজি

ট্রুকলার