Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৪:৩৭

বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্যের ভান্ডারও বটে। প্রোফাইল সুরক্ষিত না থাকলে হ্যাকিং, পরিচয় চুরি ও তথ্যের অপব্যবহার ঘটতে পারে। কয়েকটি সহজ সেটিংস ও সচেতনতা আপনাকে হ্যাকিং ও তথ্য চুরির ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। আসুন জেনে নেই ফেসবুক প্রোফাইলকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার কিছু উপায়…

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন _

বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। জন্মতারিখ বা মোবাইল নম্বরের মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা উত্তম।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন _

লগইনের সময় পাসওয়ার্ড ছাড়াও ফোনে আসা কোড দিতে হবে।

বিজ্ঞাপন

Settings → Security and Login → Two-Factor Authentication থেকে সক্রিয় করুন।

লগইন অ্যালার্ট চালু রাখুন _

কেউ আপনার অ্যাকাউন্টে নতুন ডিভাইস থেকে লগইন করলে নোটিফিকেশন পাবেন।

Settings → Security and Login → Get alerts about unrecognized logins এ গিয়ে চালু করুন।

প্রোফাইল তথ্য সীমিত করুন _

ফোন নম্বর, ইমেইল, ঠিকানা ইত্যাদি ‘Only Me’ বা ‘Friends’ ভিউতে রাখুন।
অজানা ব্যক্তিদের জন্য প্রোফাইল তথ্য দৃশ্যমান না রাখা।

প্রাইভেসি সেটিংস আপডেট করুন _

Settings → Privacy থেকে কে আপনার পোস্ট, বন্ধু তালিকা ও ট্যাগ দেখতে পাবে, তা নিয়ন্ত্রণ করুন।

টাইমলাইন কন্ট্রোল ব্যবহার করুন _

কে আপনার টাইমলাইনে পোস্ট করতে পারবে বা ট্যাগ করতে পারবে, তা নির্ধারণ করুন।

Settings → Profile and Tagging এ গিয়ে নিয়ন্ত্রণ করুন।

পাবলিক পোস্টের সীমাবদ্ধতা দিন _

যদি পোস্ট শুধুমাত্র বন্ধুদের জন্য হয়, তাহলে সেটি ‘Friends’ ভিউতে রাখুন।
অজানা লোকদের জন্য মন্তব্যের অনুমতি বন্ধ রাখুন।

সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন _

ইনবক্সে বা পোস্টে আসা অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
এগুলোর মাধ্যমে ফিশিং অ্যাটাক হতে পারে।

অ্যাপ ও ওয়েবসাইট পারমিশন চেক করুন _

যেসব থার্ড-পার্টি অ্যাপ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করেছে, নিয়মিত পর্যালোচনা করুন। অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন।

নিয়মিত অ্যাক্টিভিটি লগ পরীক্ষা করুন _

কে আপনার পোস্টে লাইক, কমেন্ট বা ট্যাগ করছে তা দেখুন।
কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখলে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার উপায়