Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচার এবার ইনস্টাগ্রামে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ আগস্ট ২০২৫ ১৭:৪৪

বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। এবার ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়াতে নিয়মিত নতুন ফিচার যোগ করছে ইনস্টাগ্রাম। এবার জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো একটি ফিচার আনছে তারা। নতুন লোকেশন-শেয়ারিং অপশনে ব্যবহারকারীরা ‘লাইভ ম্যাপ’ ফিচারের মাধ্যমে সেই বন্ধুদের অবস্থান দেখতে পারবেন, যারা তাদের লোকেশন শেয়ার করার অনুমতি দিয়েছেন।

ফিচারটি অনেকটা স্ন্যাপচ্যাটের ‘স্ন্যাপ ম্যাপ’-এর মতো কাজ করবে। তবে ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষার জন্য এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। চাইলে ম্যানুয়ালি চালু করতে হবে।

তবে ক্রমাগত ফিচার যোগ করার কারণে এর আগেও সমালোচনার মুখে পড়েছে ইনস্টাগ্রাম। অনেকেই মনে করেন, এটি আর সাধারণ ফটো-শেয়ারিং অ্যাপ নেই; বরং ধীরে ধীরে ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে বহুমাত্রিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।

বিজ্ঞাপন

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম এখন কনটেন্ট ক্রিয়েটরদের আরও গুরুত্ব দিচ্ছে। নতুন সব ফিচারের মাধ্যমে তারা স্পষ্ট করে জানিয়েছে, শুধুমাত্র ছবি শেয়ারের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকতে চায় না বরং ব্যবহারকারীদের আরও সক্রিয় ও সম্পৃক্ত রাখতে চায়।

সারাবাংলা/এনএল/এএসজি

ইনস্টাগ্রাম ফিচার স্ন্যাপচ্যাট