জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি অন্য অ্যাপ থেকেও ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। নতুন এই ফিচার স্ট্যাটাস আপডেট করার প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করে তুলবে।
হোয়াটসঅ্যাপ বেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই ফিচারটি প্রথম দেখা গেছে হোয়াটসঅ্যাপের iOS বিটা ভার্সন 25.22.83-এ।
আগে যেখানে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে স্ট্যাটাস দিতে হতো, এখন শেয়ার শিট থেকেই সরাসরি ‘My Status’ অপশন সিলেক্ট করা যাবে।
এতে শুধু স্ট্যাটাস নয়, চাইলে কোনো কন্ট্যাক্ট বা গ্রুপ চ্যাটেও মিডিয়া পাঠানো যাবে।
আর এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা আলাদাভাবে কন্ট্যাক্ট লিস্টে না গিয়েও সরাসরি স্ট্যাটাসে কনটেন্ট শেয়ার করতে পারবেন। ফলে সময় বাঁচবে এবং শেয়ারিং হবে আরও মসৃণ। বিশেষ করে যারা প্রতিদিন স্ট্যাটাসে ছবি বা ভিডিও দেন, তাদের জন্য এটি বড় সুবিধা।
জানা গেছে, বর্তমানে ফিচারটি ধীরে ধীরে iOS ব্যবহারকারীদের কাছে রোল আউট করা হচ্ছে। আপনার ফোনে যদি এখনো অপশন না এসে থাকে, তবে কয়েক দিনের মধ্যেই এটি পেয়ে যাবেন।