Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারফা লাইট — যে আলোর খেলা এখনও রহস্য

ফারহানা নীলা
৩০ আগস্ট ২০২৫ ১৮:৪২

টেক্সাসের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট শহর মারফা— শান্ত মরুভূমি, আকাশভরা নক্ষত্র আর প্রকৃতির অদ্ভুত খেলা। কিন্তু এ শহরকে বিশ্বজোড়া রহস্যময় খ্যাতি দিয়েছে যে জিনিসটি, সেটি হলো মারফা লাইটস। স্থানীয়দের কাছে এটি এক অমীমাংসিত রহস্য, পর্যটকদের কাছে এটি রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর গবেষকদের কাছে এটি বিজ্ঞানের অমীমাংসিত প্রশ্ন।

রহস্যময় আলো প্রথম কোথায় দেখা যায় _

মারফা শহরের কাছাকাছি শোয়নফিল্ড রিজ এলাকা থেকে এই আলো সবচেয়ে বেশি দেখা যায়। বলা হয়, ১৯ শতকের শেষ ভাগে কাউবয় ও স্থানীয় অধিবাসীরাই প্রথম এই আলোর দেখা পান। রাতের বেলায় দূরের আকাশে ভেসে ওঠে লাল, কমলা, সবুজ কিংবা সাদা আলো— যেন কেউ মরুভূমির বুক জুড়ে নাচিয়ে দিচ্ছে অদৃশ্য প্রদীপ। আলো কখনো স্থির থাকে, আবার কখনো দ্রুত ছুটে যায়। কখনো যেন একে অপরের সাথে খেলা করছে, আবার হঠাৎ মিলিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় কাহিনি ও বিশ্বাস _

মারফা লাইটকে ঘিরে অসংখ্য লোককথা প্রচলিত। কেউ বলেন, এগুলো নাকি স্প্যানিশ যোদ্ধাদের আত্মা, যারা মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। স্থানীয় আপাচি উপজাতি বিশ্বাস করে, এটি মৃত আত্মাদের সংকেত। আবার কেউ কেউ এটিকে ভিনগ্রহের প্রাণী বা UFO কার্যকলাপ বলে মনে করেন। এই কাহিনিগুলো আলোকে আরও রহস্যময় করে তুলেছে।

বিজ্ঞান কী বলে?

বিজ্ঞানীরা অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেন। অনেক গবেষক মনে করেন, এগুলো আসলে দূরের গাড়ির হেডলাইটের প্রতিফলন বা বায়ুমণ্ডলের ভিন্ন তাপমাত্রায় সৃষ্ট মিরাজ ইফেক্ট। আবার কেউ কেউ বলেন, গ্যাস নির্গমনের ফলে আলোক প্রতিক্রিয়া ঘটতে পারে।

তবে গবেষণা যতই হোক, এখনো কোনো ব্যাখ্যাই একেবারে নিশ্চিত নয়। কারণ আলো সবসময় একইভাবে দেখা যায় না—কখনো বছরে কয়েকবার, আবার কখনো এক রাতেই বহুবার।

মারফা লাইট অবজারভেশন এরিয়া _

আজ মারফা লাইট একটি পর্যটন আকর্ষণ। হাইওয়ের পাশে তৈরি হয়েছে Marfa Lights Viewing Area, যেখানে প্রতি রাতে শত শত মানুষ ভিড় জমায় এই রহস্যময় দৃশ্য দেখার জন্য। অনেকেই ক্যামেরা, ড্রোন ও টেলিস্কোপ নিয়ে আসেন, যেন প্রমাণ ধরে রাখতে পারেন।

সংস্কৃতি ও শিল্পে প্রভাব _

মারফা লাইট শুধু রহস্য নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় উৎসবে আলোকে কেন্দ্র করে আয়োজন হয়, শিল্পী ও চলচ্চিত্রকাররা এটি নিয়ে কাজ করেছেন। একে ঘিরে তৈরি হয়েছে গান, ডকুমেন্টারি, এমনকি সায়েন্স ফিকশন উপন্যাসও।

রহস্যের শেষ নেই _

আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, আসলে কী কারণে এই আলো জ্বলে ওঠে। হয়তো এর মধ্যে বিজ্ঞানের কোনো সহজ উত্তর লুকিয়ে আছে, হয়তো এখনো অজানা কোনো প্রাকৃতিক শক্তি কাজ করছে। অথবা হয়তো মানুষ কখনোই সব রহস্যের সমাধান করতে পারবে না।

কিন্তু সত্যি বলতে, এ রহস্যই তো মারফা লাইটকে আকর্ষণীয় করে তুলেছে। মরুভূমির নিস্তব্ধ রাতের আকাশে যখন হঠাৎ আলোর ঝলকানি দেখা যায়, তখন মনে হয় প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দেয়— আমরা যতই জানি, অজানার দুনিয়া ততই বিশাল।

সারাবাংলা/এফএন/এএসজি

মারফা লাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর