Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর কিছু হাস্যকর আইন!

ফারহানা নীলা
৩১ আগস্ট ২০২৫ ১৯:০৬

মানুষ সভ্য হয়েছে আইন দিয়ে, সমাজের শৃঙ্খলা রক্ষা করেছে নিয়ম-কানুন মানার মাধ্যমে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এমন সব আইন রয়েছে, যেগুলো শুনলে মনে হয় যেন কৌতুক নাটকের সংলাপ! অথচ এগুলো আসলেই প্রচলিত আইন। আসুন জেনে নিই পৃথিবীর কিছু আশ্চর্যজনক ও হাস্যকর আইন—

সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ _

সিঙ্গাপুরে চুইংগাম চিবানো বা বিক্রি করা অপরাধ। ১৯৯২ সালে সরকার এ আইন চালু করে, কারণ মানুষ রাস্তার নানা জায়গায় চুইংগাম ফেলে নোংরা করত। এখন সেখানে চুইংগাম খেতে হলে ডাক্তারি প্রেসক্রিপশন লাগে!

সুইজারল্যান্ডে রাতে টয়লেট ফ্লাশ নিষেধ _

সুইজারল্যান্ডের কিছু অ্যাপার্টমেন্টে আইন আছে—রাত ১০টার পর টয়লেট ফ্লাশ করা যাবে না। প্রতিবেশীরা বিরক্ত হতে পারে, তাই এটি ‘নাইটটাইম ডিসটার্বেন্স’ হিসেবে ধরা হয়। ভাবুন তো, মাঝরাতে কারও জরুরি প্রয়োজন হলে কী সংকট!

বিজ্ঞাপন

ফ্রান্সে মৃত ব্যক্তিকে বিয়ে করা যায় _

ফ্রান্সে বিশেষ অনুমতি নিয়ে মৃত ব্যক্তিকে বিয়ে করা সম্ভব। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আইন আসে, পরে এখনো প্রচলিত রয়েছে। অবশ্যই সরকারের অনুমতি আর যথাযথ প্রমাণ থাকতে হয়।

জাপানে মোটা হওয়া বেআইনি _

২০০৮ সালে জাপানে একটি আইন চালু হয়—৪০ বছরের বেশি বয়সী কারও কোমরের মাপ নির্দিষ্ট সীমার বেশি হলে তা বেআইনি। এর নাম দেওয়া হয় ‘Metabo Law’। লক্ষ্য ছিল স্থূলতা রোধ করা। আইনটি শুনলে মনে হয়, শরীরের মাপ মেপে পুলিশ মামলা দেবে!

ইতালির মিলানে হাসা বাধ্যতামূলক _

ইতালির মিলান শহরে একটি পুরোনো আইন আছে—জনসমক্ষে হাসিখুশি থাকা বাধ্যতামূলক। কেউ যদি শোক পালন না করে বা হাসপাতালে না থাকে, তাহলে সবসময় হাসতে হবে। যদিও আইনটি খুব একটা প্রয়োগ হয় না, তবে কাগজে-কলমে এখনো রয়েছে।

থাইল্যান্ডে টাকার উপর পা দেওয়া অপরাধ _

থাইল্যান্ডে মুদ্রা বা নোটের উপর পা দিলে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কারণ টাকায় রাজপরিবারের ছবি থাকে, আর সেটিকে অসম্মান করা আইনবিরোধী।

অস্ট্রেলিয়ায় আলু বহনে সীমাবদ্ধতা _

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঞ্চলে একজন সাধারণ নাগরিক ৫০ কিলোগ্রামের বেশি আলু বহন করতে পারবেন না। Potato Marketing Corporation নামক কর্তৃপক্ষ নিয়মিত এটি তদারকি করে। আলুর প্রতি এত ভালোবাসা আর কোথাও নেই!

যুক্তরাজ্যে সন্দেহজনক স্যামন মাছ ধরা নিষিদ্ধ _

ব্রিটেনে আইন আছে, ‘সন্দেহজনকভাবে ধরা স্যামন মাছ’ বেআইনি। যদিও আইনের ভাষা খুব জটিল, তবে শুনতে বেশ হাস্যকর লাগে।

কানাডায় জাদুকরী অভিনয় করে টাকা নেওয়া নিষিদ্ধ _

কানাডায় কোনো জাদুকর ভবিষ্যৎ বলার ভান করে অর্থ নিলে তা বেআইনি। তবে মঞ্চে যাদু দেখানোতে সমস্যা নেই—শুধু ভাগ্য গণনা করলে সমস্যা।

গ্রিসে হাই হিল জুতা পরে ঐতিহাসিক স্থানে প্রবেশ নিষিদ্ধ _

গ্রিসের ঐতিহাসিক স্থাপনা যেমন—অ্যাক্রোপলিসে হাই হিল পরে ঢোকা যাবে না। কারণ হাই হিলের চাপ পাথরের উপর দাগ ফেলে। তাই ইতিহাস রক্ষায় এমন আইন চালু আছে।

ইলেকট্রিক আইন (অস্ট্রেলিয়া) _

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে ইলেকট্রিক বাতি পরিবর্তন করা এত সহজ নয়। অনুমোদিত ইলেক্ট্রিশিয়ান ছাড়া কেউ বাতি খুলে নতুন লাগাতে পারবেন না। নিয়ম ভাঙলে জরিমানা ১০ অস্ট্রেলীয় ডলার। মানে, আপনার ঘরের বাল্ব পুড়ে গেলে, ইলেক্ট্রিশিয়ান ডাকাই একমাত্র পথ!

বায়ু ছাড়া আইন (যুক্তরাষ্ট্র, ফ্লোরিডা) _

পেটের চাপে বায়ু ছাড়া জরুরি হলেও, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিকেল ৬টার পর পাবলিক প্লেসে এটি একেবারেই নিষিদ্ধ। তাই যদি হঠাৎ চাপ আসে, অবশ্যই ঘড়ির দিকে নজর দিন। কারণ ৫টা ৫৯-এর পর আর কোনো সুযোগ নেই— নইলে পাবলিক অপরাধী আপনি!

আজরাইল আইন (ব্রিটেন) _

ব্রিটেনের সবচেয়ে অদ্ভুত আইনগুলোর একটি হলো— পার্লামেন্ট এলাকায় মারা যাওয়া অপরাধ! এই আইনটি ২০০৭ সালে ‘সবচেয়ে হাস্যকর আইন’ হিসেবে ভোট পেয়েছিল। সংসদ সদস্যরা চাইলে নির্বাচিত হতে পারেন, কিন্তু মৃত্যুকে সংসদ এলাকায় আমন্ত্রণ জানানো যাবে না!

গাধা আইন (যুক্তরাষ্ট্র, ওকলাহোমা) _

ওকলাহোমায় সন্ধ্যা ৭টার পর আপনার গাধাকে গোসল করাতে পারবেন না। কেন এমন আইন আছে, তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না। তবে নিয়ম তো নিয়মই—তাই গাধার গোসলও সময় মেনে করাতে হবে।

পেট্রোল আইন (জার্মানি) _

জার্মানির বিখ্যাত অটোবাহন সড়ক বিশ্বের দ্রুততম গাড়ি চালনার জন্য পরিচিত। কিন্তু ভুলে যদি গাড়িতে ঠিকমতো পেট্রোল না ভরেন আর মাঝপথে থেমে যান, তবে পড়ে যাবেন বিপদে। এ অপরাধে আপনাকে নগদ জরিমানা গুনতে হবে।

সংস্কৃতি আইন (কানাডা) _

কানাডার সরকার নাগরিকদের সংস্কৃতিপ্রেমী করতে চমৎকার এক আইন চালু করেছে। দেশের রেডিও বা টেলিভিশনে প্রচারিত প্রতি পাঁচটি গানের মধ্যে অন্তত একটি গান অবশ্যই কানাডিয়ান শিল্পীর হতে হবে। এভাবেই আইন দিয়ে সংস্কৃতিকে জিইয়ে রাখা হয়।

হাসবেন?

আইন আসলে মানুষের জীবন সহজ করার জন্য তৈরি হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু আইন এতটাই অদ্ভুত হয়ে ওঠে যে এগুলো আমাদের হাসির খোরাক জোগায়। হয়তো এর পেছনে কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক কারণ আছে, কিন্তু শেষমেশ এগুলো মনে করিয়ে দেয়— পৃথিবী সত্যিই বিস্ময়কর, এমনকি তার আইনের খাতাও!

এই সব আইন শুনে হাসি পেলেও, প্রতিটি আইনের পেছনে একটি সামাজিক, সাংস্কৃতিক বা পরিবেশগত যুক্তি আছে। তবে সময়ের সঙ্গে অনেক আইন অপ্রাসঙ্গিক ও হাস্যকর হয়ে ওঠে। পৃথিবীকে বোঝার মতোই, তার আইনের জগতও কখনো কখনো আমাদের চমকে দেয়— কখনো হাসায়, কখনো ভাবায়।

সারাবাংলা/এফএন/এএসজি

পৃথিবীর কিছু হাস্যকর আইন!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর