Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালাভান্তিন: মৃত্যু যেখানে পায়ে পায়ে!

ফারহানা নীলা
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতপুরা পাহাড়ের কোলঘেঁষে দাঁড়িয়ে আছে কালাভান্তিন দুর্গ। ইতিহাস, রোমাঞ্চ আর বিপদের এক আশ্চর্য সমন্বয় এই দুর্গকে করেছে ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয়। তবে এই দুর্গকে বলা হয় ভারতের অন্যতম সবচেয়ে বিপজ্জনক দুর্গ, কারণ এখানে পৌঁছাতে হলে যে দুঃসাহসী পথ পাড়ি দিতে হয়, তা অনেকটা মৃত্যুর সাথে খেলা করার মতো।

দুর্গের অবস্থান ও ইতিহাস _

কালাভান্তিন দুর্গ আসলে একটি প্রাচীন পাহাড়ি দুর্গ, যেটি অবস্থিত রায়গড় জেলায়। ধারণা করা হয়, এটি শিবাজী মহারাজের শাসনামলে সামরিক কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হতো। পাহাড়ের মাথায় তৈরি এই দুর্গ থেকে চারপাশের কয়েকশো কিলোমিটার এলাকা সহজেই দেখা যেত। ফলে শত্রুর গতিবিধি নজরে রাখা যেত সহজে।

বিজ্ঞাপন

দুর্গে যাওয়ার পথই আসল ভয় _

কালাভান্তিন দুর্গে যাওয়ার কোনো সোজা রাস্তা নেই। দুর্গে পৌঁছাতে হলে পাথুরে পাহাড়ে খাড়া চড়াই বেয়ে উঠতে হয়। কোথাও নেই রেলিং, নেই সিঁড়ি—শুধু পাহাড়ের প্রাকৃতিক পাথরই ভরসা। একটু ভুল পা ফেললেই কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ার ভয়। এ কারণেই অনেক ভ্রমণকারীর কাছে দুর্গে ওঠা মানে দুঃসাহসিক অভিযান।

ভ্রমণকারীদের অভিজ্ঞতা _

যারা এই দুর্গে ওঠার সাহস করেছেন, তারা বলেন—শুরুতে ভয় থাকলেও শীর্ষে পৌঁছালে যেন সব ভয় মিলিয়ে যায়। মেঘের ভেতরে দাঁড়িয়ে থাকা দুর্গ, চারদিকে বিস্তীর্ণ সবুজ বন আর দূরের পাহাড়ের দৃশ্য—সব মিলে মনে হয় অন্য এক জগতে এসে পড়েছেন।

কেন এত জনপ্রিয় _

যদিও পথটি বিপজ্জনক, তবুও অভিযাত্রী, পাহাড়প্রেমী আর তরুণ ভ্রমণকারীদের কাছে কালাভান্তিন দুর্গ এক স্বপ্নের নাম। এখানে উঠতে পারলে এক ধরনের জয় অনুভব হয়। অনেকেই বলেন, জীবনে একবার হলেও এখানে উঠে আসা উচিত।

অভিযাত্রীদের স্বপ্ন _

অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও, এই দুর্গ অনেক ট্রেকার ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এক স্বপ্নের গন্তব্য। যারা ভয়কে জয় করে দুর্গের চূড়ায় পৌঁছান, তাদের জন্য অপেক্ষা করে এক অনন্য দৃশ্য। চারপাশে মাথেরান, চান্দেরি, ইরশাল, কারনাল পাহাড়ের অপূর্ব রূপ—এমনকি মুম্বাইয়ের কিছু অংশও দেখা যায় এখান থেকে।

যারা একবার এই দুর্গে উঠেছেন, তারা বলেন—মেঘের মধ্যে দাঁড়িয়ে থাকা দুর্গ যেন অন্য এক জগতের ডাক। ভয় আর রোমাঞ্চের মিশেলে তৈরি হয় আজীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা।

একটি ইতিহাস, একটি প্রতীক _

কালাভান্তিন দুর্গ শুধু একটি পুরনো স্থাপত্য নয়—এটি একদিকে যেমন ভারতের ইতিহাসের অংশ, তেমনই মানুষের সাহস ও দুঃসাহসের প্রতীক। শিবাজীর আমলে এটি ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ এক দুর্গ, যেখান থেকে দূর-দূরান্তের শত্রুদের গতিবিধি নজরে রাখা যেত।

আজ সেই সামরিক কৌশলের জায়গাটি হয়ে উঠেছে প্রকৃতি আর মানুষের মধ্যে এক চ্যালেঞ্জের মঞ্চ।

ভ্রমণপিপাসুদের জন্য বার্তা _

যারা এই দুর্গে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য কিছু সতর্কবার্তা রইল। এখানে ওঠার আগে চাই মানসিক প্রস্তুতি, দারুণ ফিটনেস এবং অবশ্যই একজন অভিজ্ঞ গাইড। যাদের উচ্চতা-ভীতি আছে কিংবা কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুর্গ একেবারেই অনুপযুক্ত।

সতর্কবার্তা _

স্থানীয় প্রশাসন এবং অভিজ্ঞ ভ্রমণকারীরা অবশ্য সাবধান করেন—অভিজ্ঞ গাইড ছাড়া এই দুর্গে ওঠা ঠিক নয়। আর যাদের উচ্চতা-ভীতি আছে বা স্বাস্থ্যগত সমস্যা আছে, তাদের জন্য এই দুর্গের পথ একেবারেই অনুপযুক্ত।

কালাভান্তিন দুর্গ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়; এটি মানুষের সাহস, দুঃসাহস আর প্রকৃতির সাথে লড়াই করার মানসিকতার প্রতীক। যারা সত্যিকারের রোমাঞ্চ খোঁজেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতার জায়গা।

সারাবাংলা/এফএন/এএসজি

কালাভান্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর