আমাদের কাছে সূর্যাস্ত মানেই দিনের সমাপ্তি আর রাতের শুরু। কিন্তু পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য অস্তই যায় না। সারাদিন, সারারাত জুড়ে সূর্যের আলো ঝলমল করতে থাকে। এ কারণে এসব দেশকে বলা হয় ‘মিডনাইট সান’–এর দেশ। এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে।
সূর্যাস্তহীন দিনগুলোর রহস্য _
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে একটি হেলে থাকা অক্ষের উপর। এই অক্ষীয় হেলনের কারণেই গ্রীষ্মকালে উত্তর মেরুর কাছের দেশগুলোতে টানা কয়েক মাস সূর্য ডোবে না। আবার শীতে সেখানে আসে উল্টো অবস্থা—দীর্ঘ অন্ধকার রাত।
যে দেশগুলোতে সূর্য অস্ত যায় না _
১. নরওয়ে
নরওয়েকে বলা হয় ‘Land of the Midnight Sun’। মে থেকে জুলাই পর্যন্ত এখানে রাতেও সূর্যের আলো থাকে। আর্কটিক সার্কেলের ভেতর নরওয়ের ট্রমসো শহরে মানুষ দিনের বেলায় যেমন খোলা আকাশে হাঁটে, রাতেও সূর্যের আলোয় মাছ ধরে বা উৎসব করে।
২. সুইডেন
সুইডেনের উত্তরাঞ্চলে প্রায় ১০০ দিন সূর্য অস্ত যায় না। গ্রীষ্মে এখানে রাত মানেই উজ্জ্বল গোধূলি।
৩. ফিনল্যান্ড
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে জুন থেকে আগস্ট পর্যন্ত সূর্য ২৪ ঘণ্টাই আকাশে থাকে। স্থানীয়রা এটাকে বলে ‘Midnight Sun Magic’।
৪. আইসল্যান্ড
আইসল্যান্ড ইউরোপের একমাত্র দেশ যেখানে জুন-জুলাইয়ে প্রায় টানা দুই মাস সূর্য ডোবে না। মধ্যরাতেও আকাশ কমলা রঙের আলোয় ভেসে থাকে।
৫. কানাডা
কানাডার নুনাভুট অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য লুকোয় না। আর্কটিক অঞ্চলে এটি স্বাভাবিক এক বিস্ময়।
৬. আলাস্কা (যুক্তরাষ্ট্র)
আলাস্কার বারো (বর্তমানে Utqiaġvik) শহরে মে থেকে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না। তবে ডিসেম্বর-জানুয়ারিতে টানা কয়েক মাস সূর্যের দেখা মেলে না।
৭. গ্রিনল্যান্ড
গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য দিনের ২৪ ঘণ্টাই দৃশ্যমান থাকে। বরফে ঢাকা এই ভূমি তখন আলোয় ভরা এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে।
মানুষের জীবনযাপন
এমন পরিবেশে জীবনযাপনও ভিন্ন। শিশুদের ঘুমাতে অসুবিধা হয়, আবার পর্যটকেরা মুগ্ধ হয়ে রাত ১২টায়ও সূর্যের নিচে খেলাধুলা করে। স্থানীয়দের জীবনে সূর্যাস্তহীন দিন একদিকে আনন্দ, অন্যদিকে চ্যালেঞ্জ।
শেষ কথা
সূর্য কখনো অস্ত যায় না—শুধু কবিতার ভাষা নয়, পৃথিবীর কিছু প্রান্তে এটাই বাস্তব। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড কিংবা আলাস্কার মানুষ প্রতিদিনই দেখে সেই বিস্ময়। আর আমাদের মতো সাধারণ ভ্রমণপিপাসুদের কাছে এসব দেশ যেন পৃথিবীর আলোর জাদুঘর।