বর্তমানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে আয় করছেন। আর ফেসবুক থেকে আয় করতে প্রথমে যা প্রয়োজন তা হলো মনিটাইজেশন। এই মনিটাইজেশন নিয়ে অনেকেরই জানার আগ্রহ, কিভাবে এই মনিটাইজেশন পাওয়া যায়, বা কিভাবেই বা টাকা আয়ে করা যায় ?
আসুন জেনেই এই মনিটাইজেশন সিস্টেম তা কি? আর কিভাবেই বা মনিটাইজেশনের মাধ্যমে আয় করা যায়-
ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম মূলত চলে মেটা ফর ক্রিয়েটরস প্রোগ্রামের অধীনে। এখানে নিয়মিত কনটেন্ট তৈরি করে দর্শক ধরে রাখতে পারলেই আয় করার সুযোগ তৈরি হয়। ফেসবুক মনিটাইজেশনের মধ্যে রয়েছে ইন-স্ট্রিম বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কনটেন্ট এবং রিলস বোনাস প্রোগ্রাম।
ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় করতে হলে একটি পেজে অন্তত ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। পাশাপাশি গত ৬০ দিনে ভিডিও দেখার সময় হতে হবে অন্তত ৬০,০০০ মিনিট। শুধু তাই নয়, কনটেন্টকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ও নগদীকরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই মাত্র ১,০০০ ফলোয়ার থাকলেই আয় শুরু হয়ে যায়-এটি একটি ভুল ধারণা।
বিকল্প উপায়ে আয় করা সম্ভব। যেমন, যদি কনটেন্টের রিচ বেশি হয় এবং ভিডিওতে ভিউ বাড়ে, তাহলে স্পনসরশিপ বা ব্র্যান্ড ডিলের মাধ্যমে আয় করা যায়। আবার Facebook Reels Bonus Program-এ নির্বাচিত কিছু ক্রিয়েটরকে রিলের পারফরম্যান্সের ভিত্তিতে ফেসবুক নিজে থেকেই মাসিক বোনাস দেয়। এ ছাড়া ফ্যান সাবস্ক্রিপশনের মাধ্যমে ভক্তরা মাসিক ফি দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট নিতে পারে, যা আয় বাড়ানোর আরেকটি মাধ্যম।
সব মিলিয়ে, ফেসবুকে কেবল ফলোয়ার সংখ্যা বাড়ালেই হবে না। নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট তৈরি, দর্শকদের সঙ্গে যুক্ত থাকা এবং ফেসবুকের নিয়মনীতি মেনে চলাই আয় শুরু করার মূল শর্ত।