Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!

ফারহানা নীলা
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

পৃথিবীর বুকে অনেক রহস্যময় জায়গা আছে, কিন্তু জাপানের ছোট্ট একটি দ্বীপগ্রাম আওগাশিমা যেন সব রহস্যকে ছাড়িয়ে যায়। এটি এক আশ্চর্য ভূমি— যেখানে মানুষ বাস করে সক্রিয় আগ্নেয়গিরির ভেতরে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এই গ্রাম প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক অনন্য গল্প।

সমুদ্রের বুকে আগ্নেয় দ্বীপ

আওগাশিমা জাপানের টোকিও প্রিফেকচারের অন্তর্ভুক্ত। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে ভেসে থাকা এই দ্বীপ দেখতে অনেকটা বিশাল কড়াইয়ের মতো। কারণ এটি আসলে দ্বৈত আগ্নেয়গিরি—একটি বিশাল গহ্বরের ভেতরে আরেকটি গহ্বর। দ্বীপটির মাঝখানে আজও সক্রিয় আগ্নেয়গিরির চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

অগ্নি ও জীবনের সহাবস্থান

প্রায় ২০০ জন মানুষ এখানে বসবাস করেন। তাদের বাড়িঘর, স্কুল, কৃষিজমি সবকিছুই এই আগ্নেয়গিরির ঢালে। অনেকে মনে করেন, এমন জায়গায় থাকা ঝুঁকিপূর্ণ। কিন্তু এখানকার মানুষ আগ্নেয়গিরির উর্বর মাটি আর প্রাকৃতিক সম্পদের কারণে এই দ্বীপকে আঁকড়ে ধরে রেখেছেন।

এখানকার এক বিশেষ দৃশ্য হলো আগ্নেয়গিরির তাপ ব্যবহার করে রান্না করা। বাসিন্দারা ভূ-তাপীয় গরম বাতাসের সাহায্যে সবজি বা ডিম সেদ্ধ করেন—যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

দ্বীপের সৌন্দর্য

দিনের বেলায় আকাশ নীল, চারপাশে সমুদ্র, আর পাহাড়ি পথ বেয়ে ওঠা সবুজে ঢাকা ঢাল। রাতে আকাশে তারা ঝরে পড়ে যেন এক স্বপ্নের জগৎ। ছোট্ট এই দ্বীপে শহরের কোলাহল নেই, কিন্তু আছে প্রকৃতির অদ্ভুত শান্তি।

বিপদের স্মৃতি

আওগাশিমার ইতিহাসেও আছে দুঃখের ছাপ। ১৭৮৫ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। এরপরও মানুষ আবার ফিরে আসে দ্বীপে, গড়ে তোলে বসতি। প্রকৃতির সঙ্গে এই সহনশীল সম্পর্কই আওগাশিমার মূল বৈশিষ্ট্য।

পর্যটকের চোখে

আজ এটি এক অনন্য পর্যটনকেন্দ্র। অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে যান সমুদ্রপথে বা হেলিকপ্টারে। তারা আগ্নেয়গিরির গহ্বর ঘুরে দেখেন, উষ্ণপ্রস্রবণে ডুব দেন, আর রাতে তারা খচিত আকাশে হারিয়ে যান। আওগাশিমা যেন একসাথে ভয় ও সৌন্দর্যের প্রতীক।

শেষ কথা

জাপানের আওগাশিমা প্রমাণ করে, মানুষ চাইলে প্রকৃতির সবচেয়ে ভয়ংকর শক্তির সঙ্গেও সহাবস্থান করতে পারে। আগ্নেয়গিরির বুকে লুকানো এই গ্রাম আসলে মানুষের সাহস, স্থিতিশীলতা আর প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।

সারাবাংলা/এফএন/এএসজি

আওগাশিমা আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম জাপান

বিজ্ঞাপন

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর