Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

সবার মাঝে নিজেকে আলাদা করতে কে না পছন্দ করে। হোক সেইটা বাস্ততে নয়তো ভার্চুয়াল জগতে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগেও আপনি নিজেকে এক্স (টুইটার), ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক— সব প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা আসল অ্যাকাউন্ট আলাদা করতে পারবেন। আর এ কারণেই দিন দিন বাড়ছে ব্লু টিক’র ব্যবহার। এটি মূলত একটি নীল রঙের চিহ্ন, যা প্রমাণ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি আসল এবং ভুয়া নয়।

আসুন জেনে নেই, কীভাবে ফেসবুকে ব্লু টিক পাবেন-

* প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে লগইন করুন।

Settings & Privacy-তে গিয়ে Personal and Account Information সেকশনে প্রবেশ করুন।

* সেখান থেকে ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

* আপনাকে জানাতে হবে আপনি প্রোফাইল নাকি পেজ যাচাই করাতে চান।

* জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ সরকারি নথি আপলোড করতে হবে। কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান হলে সরকারি নিবন্ধনপত্র প্রয়োজন।

* দেশের নাম সিলেক্ট করতে হবে।

* প্রমাণ হিসেবে অফিশিয়াল ওয়েবসাইট, সংবাদমাধ্যমে প্রকাশিত অন্তত পাঁচটি নিবন্ধ বা লিঙ্ক, অথবা অফিসিয়াল ইমেইল জমা দিতে হবে।

* সবশেষে Submit/Send বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

কত সময়ে উত্তর পাওয়া যায়?

সাধারণত ফেসবুক ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন যাচাই করে। তথ্য সঠিক হলে ব্লু টিক প্রদান করে।

এদিকে, সম্প্রতি ফেসবুক (Meta) অনেক দেশে Meta Verified সাবস্ক্রিপশন চালু করেছে। এখানে মাসিক ফি প্রদান করে এবং পরিচয়পত্রসহ লাইভ ফটো ভেরিফিকেশনের মাধ্যমে সহজেই ব্লু টিক পাওয়া যায়।

সারাবাংলা/এনএল/এএসজি

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়

বিজ্ঞাপন

ফেসবুকে ‘ব্লু টিক’ পাওয়ার উপায়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর