Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে উচ্চ মানের ছবি পাঠানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫

অনেক সময় দেখা যায়, আমার হোয়াটসঅ্যাপে যে ছবি পাঠাই, সেগুলোর মান ভালো নয় বা রেজুলেশন অনেক খারাপ হয়ে যায়। এখন থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কিছু সেটিংস পরিবর্তন করে উচ্চ মানের ছবি পাঠাতে পারবেন।

আসুন জেনে নেই সেই উপায় …

* প্রথমে আপনাকে WhatsApp খুলতে হবে। এখানে আপনাকে উপরে দেওয়া তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে অনেকগুলো অপশন দেখা যাবে, যার মধ্যে আপনাকে সেটিংসে যেতে হবে।

* সেটিংস-এও আপনাকে Storage & Data-এ যেতে হবে। এখানে আপনি ফটো আপলোড কোয়ালিটির অপশন পাবেন।

* এটিতে ক্লিক করলে, আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে, যেখানে তিনটি বিকল্প পাওয়া যাবে। প্রথম বিকল্পটি স্বয়ংক্রিয় (প্রস্তাবিত) যা ডিফল্টরূপে নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন

* এছাড়াও, আপনি ডেটা সেভার এবং সেরা মানের বিকল্প পাবেন। অটো অপশনে নেটওয়ার্ক কোয়ালিটি অনুযায়ী ছবি পাঠানো হবে।

* ফোনে আসা ডেটা স্পিড অনুযায়ী ছবি পাঠাবে অ্যাপটি। সর্বোত্তম উপায় হল এই বিকল্পটি ব্যবহার করা।

সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপে উচ্চ মানের ছবি পাঠানোর উপায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর