সম্প্রতি বিল্ট-ইন ডিসপ্লে সংবলিত স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা। গ্লাসটির সবচেয়ে বড় আকর্ষণ ডান লেন্সে থাকা ছোট একটি ডিসপ্লে, যেখানে প্রাথমিক তথ্য ও নোটিফিকেশন ভেসে উঠবে। এতে রয়েছে একটি বিশেষ রিস্টব্যান্ড কন্ট্রোলার, যা ব্যবহারকারীর হাতের অঙ্গভঙ্গি শনাক্ত করে কমান্ড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সহজেই কল রিসিভ, টেক্সটের উত্তর দেওয়া যাবে।
এ বিষয়ে জুকারবার্গ বলেন, ‘গ্লাস হলো পার্সোনাল সুপারইনটেলিজেন্সের জন্য আদর্শ ডিভাইস। এটি বাস্তব মুহূর্তে উপস্থিত থাকতে দেয় এবং একই সঙ্গে এআই প্রযুক্তির সুবিধা দেয়, যা স্মৃতিশক্তি ও সংবেদনশীলতা বাড়িয়ে তোলে।’
মূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার। বাজারে পাওয়া যাবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে।