Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোন রিস্টার্ট দেওয়া কেন জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের একটি অতিপ্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে। আমরা এক মুহূর্ত এখন মোবাইল ছাড়া চিন্তাই করতে পারি না। কিন্তু দেখা যায় কাজের সময় ফোনটি হ্যাং হয়ে যায়। গুরুতর কোনো সমস্যা না থাকলে দেখা যায় রিস্টার্ট করলে হ্যাং হওয়ার সমস্যা সমাধান হয়ে যায়।

কারণ ফোন রিস্টার্ট করলে তা ডিভাইসের মেমরি পরিষ্কার করে। কোনো ম্যালফাংশন অ্যাপ থাকলে সেটা বন্ধ করে। সেইসঙ্গে মেমরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক এবং ব্যাটারি অপটিমাইজেশন ভালো হয়। আর এজন্যই ফোন রিস্টার্ট দেয়াটা জরুরি।

জানা গেছে, সপ্তাহে অন্তত তিনবার ফোন রিস্টার্ট করা ভালো। এতে ফোন দীর্ঘদিন ভালো থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এএসজি