সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলের কিবোর্ড অ্যাপ জি-বোর্ডে এআই চালিত রাইটিং টুলস যুক্ত করেছে। এতে দ্রুত লেখার পাশাপাশি অপ্রাসঙ্গিক বাক্য লেখার অর্থাৎ সঠিক বাক্য গঠনে সাহায্য করবে।
sesonge নতুন টুলসটি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে।
গুগলের তথ্য অনুযায়ী, জিবোর্ডের এই রাইটিং টুলস ব্যবহারকারীর লেখা বার্তাকে সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক বা আরও অভিব্যক্তিপূর্ণভাবে সাজাতে সক্ষম। জেমিনি ন্যানো মডেলের ক্ষমতা কাজে লাগিয়ে এটি বানান ও ব্যাকরণগত ভুলও দ্রুত সংশোধন করবে।
বর্তমানে এই ফিচার কেবল সেসব স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে যেগুলোতে জেমিনি ন্যানোর মাল্টিমোডাল মডেল চালানো সম্ভব। যার মধ্যে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এবং মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটযুক্ত ফোন।
এটি ব্যবহারের উপায়
জিবোর্ড বাটনে চাপ দেওয়ার পর প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হবে এবং এরপর নতুন সুবিধাটি চালু হয়ে যাবে। একবার সক্রিয় হলে এটি কিবোর্ডের অন্যান্য শর্টকাটের মতো সহজে ব্যবহার করা যাবে।
পিক্সেল ৯ থেকে পরবর্তী মডেলের ফোনে এই সুবিধা ইংরেজি, চীনা, ফরাসি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা সম্ভব।