Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

নিজের ফোনের গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষা নিয়ে কি চিন্তিত? তাহলে মাত্র একটি সেটিংস বদলে আপনার ব্যক্তিগত তথ্যের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।

আসুন জেনে নেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায় …

* দ্রুত ফোনের ব্যাটারি শেষ হওয়া। মূলত ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার ভাইরস থাকলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়।

* ফোনের ডাটা অতিরিক্ত খরচ হচ্ছে কি না খেয়াল করুন । এটি হতে পারে স্পাইওয়্যার আপনার ডাটা চুরি করছে নিঃশব্দে।

* আপনার ফোন স্লো হয়ে যাওয়া। ট্রোজান বা আরএটি সিস্টেম রিসোর্স দখল করে নিলে এমনটা হয়।

* অপরিচিত আউটগোয়িং এসএমএস/কল। বটনেট বা আরএটি-এর লক্ষণ এই সমস্যা।

বিজ্ঞাপন

* ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে।

* অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়।

* অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক।

ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে সিকিউরিটি সেটিংস কেমন হওয়া উচিত?

স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন
* এবার স্ক্রিন লকে গিয়ে পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন লক অন করুন।
* বায়োমেট্রিকসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক অপশন রাখুন।

ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন
* এবার এনক্রিপশন অ্যান্ড ক্রিডেনশিয়াল-এ গিয়ে করতে পারবেন এই কাজ।
* ডেভেলপার অপশন এবং ইউএসবি ডিবাগিং বন্ধ করুন।

অপ্রয়োজনীয় রেডিও অপশন বন্ধ করুন-
ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ব্যবহার না করলে বন্ধ রাখুন। গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন। সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট অন রাখুন।

অ্যাপ পারমিশন রিভিউ করুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করুন
* এবার পারমিশন ম্যানেজার-এ যান।
* অটো-আপডেট চালু করুন।
* অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন।

সারাবাংলা/এনএল/এএসজি

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়

বিজ্ঞাপন

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর