Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলফি তুলতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২

সেলফি তুলতে আমরা কে না পছন্দ করি। কিন্তু এই সেলফি তুলতে গিয়ে অনেক সাধারণ ভুল করেন অনেকেই। যার ফলে ছবি হয় অস্পষ্ট, বিকৃত কিংবা অনাকর্ষণীয়।

কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা গেলে, সেলফি সেলফি আরও নিখুঁত করা সম্ভব। আসুন জেনে নেই সেই উপায় …

আমরা সবচেয়ে বেশি সাধারণ ভুলগুলো করে থাকি _

* লেন্স পরিষ্কার না করা: সেলফি তোলার আগে ক্যামেরার লেন্স পরিষ্কার না করলে ছবি ঝাপসা হতে পারে। আঙুলের ছাপ ও ধুলা লেন্সে থেকে গেলে ছবির মান নষ্ট হয়।

* অপ্রতুল বা অতিরিক্ত আলো: অনেকেই সরাসরি রোদ বা কম আলোতে সেলফি তোলেন। এতে মুখের ছায়া পড়ে, ছবি হালকা বা অতিরিক্ত উজ্জ্বল হয়ে যায়।

* ভুল অ্যাঙ্গেল নির্বাচন: অনেকেই নিচ থেকে বা খুব কাছ থেকে সেলফি তুললে মুখ বড় বা বিকৃত দেখায়। সঠিক অ্যাঙ্গেল ও দূরত্ব না জানলে ছবি আকর্ষণীয় হয় না।

বিজ্ঞাপন

* অতিরিক্ত ফিল্টার ব্যবহার: ছবি আরও সুন্দর করতে গিয়ে অতিরিক্ত ফিল্টার ও এডিটিং অনেক সময় ছবিকে কৃত্রিম ও অস্বাভাবিক করে তোলে।

* ব্যাকগ্রাউন্ডের প্রতি উদাসীনতা: অনেকেই সেলফি তোলার সময় ব্যাকগ্রাউন্ডে কী আছে তা খেয়াল করেন না। ফলে পরে ছবিতে অনাকাঙ্ক্ষিত বা বিব্রতকর কিছু ধরা পড়তে পারে।

* ফটোগ্রাফারের পরামর্শ: ঢাকার পেশাদার ফটোগ্রাফার আসিফ রহমান বলেন, ‘সেলফি তোলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলো, লেন্স পরিষ্কার রাখা এবং সঠিক অ্যাঙ্গেল নির্বাচন করা। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডকেও গুরুত্ব দিতে হবে। স্বাভাবিক ভঙ্গিমায় ছবি তুললে সেটাই সবচেয়ে আকর্ষণীয় হয়।

সারাবাংলা/এনএল/এএসজি

সেলফি তুলতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর