জনপ্রিয় ও বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এ যুক্ত হয়েছে মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার। নতুন এ ফিচারটির মূল উদ্দেশ্য হলো ভাষার সীমাবদ্ধতা দূর করে ভিডিওকে বিশ্বের প্রতিটি দর্শকের কাছে পৌঁছানো। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন।
আগে ডাবিং ও অনুবাদের জন্য থার্ড পার্টি পরিষেবার ওপর নির্ভর করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। ইউটিউবের এই নতুন সমন্বিত টুল সেই প্রক্রিয়াকে সহজ ও সাশ্রয়ী করে তুলবে। শর্টস ব্যবহারকারীদের জন্য ইউটিউব এনেছিল এআই ভিডিও জেনারেটর ‘ভিও থ্রি’, যা সাধারণ টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের ভিডিও বানাতে সক্ষম।
এর বিশেষ সংস্করণ ‘ভিও থ্রি ফাস্ট’ ফিচার এখন শর্টসে পাওয়া যাবে। ফলে ব্যবহারকারী সহজভাবে শুধু টেক্সট প্রম্পট দিয়ে শূন্য থেকে ভিডিও বানাতে পারবেন। ইউটিউব লাইভ প্ল্যাটফর্মেও অনেক পরিবর্তন এসেছে। চাইলেএখন লাইভে ছোট ছোট গেম খেলার আয়োজনও করা যাবে। এতে দর্শকদের সঙ্গে আরও বেশি সময় ধরে যুক্ত থাকা যাবে।