Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিংড়ি মাছের হাওয়াই মিঠাই


১১ জুলাই ২০১৮ ১৫:০২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

চিংড়ি মাছের হাওয়াই মিঠাই, শুনতেই কেমন গা রিরি করে উঠে, কই হাওয়াই মিঠাই একটা নরম মিষ্টি ক্যান্ডি আর কই চিংড়ি একটা খোলস ওয়ালা, চিমটা শুঁড়ের বিপজ্জনক চেহারার মাছ, কীসের মধ্যে কী?

আসলে হাওয়াই মিঠাইয়ের গঠনটা চিংড়ি মাছেরও না। চিংড়ির খুব ধারে কাছের একটা প্রাণী লবস্টার ঘটিয়েছে এই হাওয়াই মিঠাইয়ের ঘটনা। কানাডার গ্র‍্যান্ড মানান আইল্যান্ডের উপকূল থেকে এমন একটি লবস্টার পাওয়া গেছে যার গায়ের রঙ একদম হাওয়াই মিঠাইয়ের মতো।

এই হাওয়াই মিঠাই চিংড়ি মাছটাকে যেই জেলে ধরেছেন তিনি তাকে নিউ বার্নসউইকের হান্টসম্যান মেরিন সায়েন্স সেন্টারে দান করে দিয়েছেন। এখানে এসে হাওয়াই মিঠাই রঙের অদৃষ্টপূর্ব এই লবস্টারের নাম হয়েছে লাকি। সে এখানে খুব আরাম আয়েশে আছে। লাকিকে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন আর অদ্ভুত সব প্রশ্ন করছেন লাকিকে নিয়ে।

খোদ মেরিন সেন্টার কর্তৃপক্ষের মনেও প্রশ্নের অভাব নেই লাকিকে নিয়ে। তারা আবার মজা করে একটা ফেসবুক পোস্টে প্রশ্নও করেছে, আচ্ছা লাকি যেমন গোলাপি গোলাপি সে যদি লজ্জা পায় তাহলে ওর গায়ের রঙ কেমন হবে বলেন তো? এই প্রশ্নে ঝাঁপিয়ে জবাব দিচ্ছে মেরিন সেন্টারের অনুসারীরা। মোট কথা লাকি এখন আলোচনার কেন্দ্রে আছে।

লাকিকে ধরে এসেছেন যেই জেলে তার নাম রবিনসন রাসেল। তিনি বলেছেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে এখানে মাছ ধরছি। আজ অবধি এমন আজব লবস্টার আমি দেখিনি।’

লবস্টার বিজ্ঞানীরা এখনও অবশ্য এমন লবস্টার পাওয়া নিয়ে কোনো সিদ্ধান্তে আসেননি। তবে তাদের ধারণা লুসির গায়ে যেই বিশেষ রঞ্জন রয়েছে তা জিনেটিক মিউটেশনের ফসল। এই মিউটেশনই লাকিকে প্রায় ১০ লাখের মধ্যে একটি লবস্টার বলে চিহ্নিত করেছে, এতই বিরল একটি লবস্টার লাকি।

বিজ্ঞাপন

তবে লাকি এগুলোর কিছু জানে না। সে নিজের মতো আছে মন্দ না। সব ধূসর আর বাদামী লবস্টারদের সমাজে চকচকে হাওয়াই মিঠাই চেহারায় এসে আর যাই হোক সে নিজের জীবন তো রক্ষা করেছে! বাব্বা, এ যুগে এই বা কম কী?

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর