Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিল–এলিফ্যান্ট রোড: ঢাকার বুকে ঘুমিয়ে থাকা হাতির রাজত্বের ইতিহাস

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬

ভাবুন তো… আজ যাকে আমরা হাতিরঝিল বলে চিনি—রঙিন আলো, আধুনিক ব্রিজ, ঘুরতে আসা মানুষ— একসময় এটা ছিল সম্পূর্ণ অন্য জগত। এখানে ছিল হাতিদের বিশ্রাম, গোসল আর দিনের ক্লান্তি ঝেড়ে ফেলার জায়গা!

হাতিরঝিলের আসল গল্প

মুঘল আমল থেকে নবাব আমল পর্যন্ত ঢাকার শাসক আর জমিদাররা হাতি ব্যবহার করতেন যুদ্ধ, শিকার আর রাজকীয় শোভাযাত্রায়। হাতি রাখার জন্য আলাদা জায়গা ছিল, আর গোসল করানোর জন্য দরকার ছিল বড় জলাশয়। সেই জলাশয়টাই ছিল আজকের হাতিরঝিল।

প্রতিদিন শিকারে যাওয়ার পর কিংবা দীর্ঘ সফরের পরে হাতিগুলোকে এখানে আনা হতো। ঝিলের ঠান্ডা পানিতে হাতিদের নামানো হতো, ধোয়া-মোছা করে বিশ্রাম দেওয়া হতো। চারপাশের মানুষ এত নিয়মিত হাতি দেখতে দেখতে জায়গাটাকে ডাকতে শুরু করল— ‘হাতির ঝিল’ — পরে যা হয়ে যায় হাতিরঝিল।

বিজ্ঞাপন

কোন আমলে সবচেয়ে ব্যস্ত ছিল?

মুঘল আমলে হাতির চাহিদা ছিল তুঙ্গে— যুদ্ধ, শিকার সবকিছুতেই হাতির প্রয়োজন। নবাব আমলে শোভাযাত্রা, উৎসব— সবকিছুতেই হাতির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্রিটিশ আমলে যদিও হাতির ব্যবহার কমে, তবুও হাতিরঝিল গুরুত্বপূর্ণ জলাধার হিসেবেই রয়ে যায়।

আজ আমরা হাতিরঝিলে ঘুরতে যাই, ছবি তুলি… কিন্তু একসময় এখানে মানুষের ভিড় নয়— ছিল বিশাল বিশাল হাতির সারি!

এবার এলিফ্যান্ট রোডের গল্প—

ঢাকার ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটা হলো এলিফ্যান্ট রোড। কিন্তু এর নামের পেছনে যে সত্যিকারের হাতির ইতিহাস আছে— এটা জানেন খুব কম মানুষ!

নামকরণের কারণ

একসময় ঢাকায় হাতি রাখার সবচেয়ে বড় কেন্দ্র ছিল পিলখানা। সেখানে থাকা হাতিগুলোকে প্রতিদিন গোসল করাতে নিয়ে যাওয়া হতো হাতিরঝিলে। যে রাস্তায় দিয়ে হাতির সারি যেত— সেটাই ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত হয়ে যায় ‘এলিফ্যান্ট রোড’ নামে।

ভাবুন তো— আজ যেখানে গাড়ির হর্ন, ট্রাফিক আর বাজারের ভিড়… সেখানে একসময় প্রতি সকালে দেখা যেত রাজকীয় হাতির মিছিল!

তখনকার জীবনযাত্রা

মধুপুর, সিলেট আর চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে হাতি ধরা হতো। পিলখানায় মাহুতরা হাতিগুলোকে প্রশিক্ষণ দিতেন। যুদ্ধ, মাল টানা, শোভাযাত্রা— সব ক্ষেত্রেই হাতি ছিল অপরিহার্য।

১৮শ থেকে ২০শ শতকের শুরুর দিক পর্যন্ত এই রাস্তায় হাতির চলাচল ছিল খুব সাধারণ ঘটনা। কিন্তু শহর বড় হলো, বন কমে গেল, হাতি ধরা বন্ধ হলো। আর ধীরে ধীরে এলিফ্যান্ট রোড থেকে হাতি হারিয়ে গেল। থেকে গেল শুধু নাম— ইতিহাসের সাক্ষী হয়ে।

মজার কিছু তথ্য

এলিফ্যান্ট রোড একসময় ছিল শান্ত আবাসিক এলাকা।
মাহুতদের পরিবারও এখানে থাকত।
এখন এটা ঢাকার অন্যতম বড় মার্কেট এলাকা— ফ্যাশন, ইলেকট্রনিক্স, সবই আছে।

শেষ কথা হলো

ঢাকার সেই পুরোনো সময়, রাজকীয় হাতির পদচারণা— সবকিছুই শুধু গল্প হয়ে আছে। কিন্তু হাতিরঝিল আর এলিফ্যান্ট রোডের নাম এখনও আমাদের মনে করিয়ে দেয়— ঢাকা শহর শুধু ভবন আর রাস্তার শহর নয়… এটা ইতিহাসের শহর।

বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর