Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোন ধরুন এলফের মতো!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

Answer the Phone Like Buddy the Elf Day— হাসি, হিউমার আর হলিডে-মুডের এক সফট ফিচার…

ডিসেম্বর এলেই চারপাশে উৎসবের রং। ঠান্ডা হাওয়া, আলোর ঝিলিক, কফির কাপে দারুচিনির গন্ধ— আর এই আনন্দের মাঝেই ১৮ ডিসেম্বর আসে একেবারে অদ্ভুত, কিন্তু ভীষণ মজার এক দিবস— Answer the Phone Like Buddy the Elf Day। নামটাই বলে দেয়, আজ ফোন ধরতে হবে একেবারে বাডি দ্য এলফ–এর মতো!

বাডি দ্য এলফ কে?

২০০৩ সালের জনপ্রিয় ক্রিসমাস সিনেমা Elf–এর প্রধান চরিত্র বাডি— একজন বড়দেহী, শিশুমনের মানুষ, যে মানুষ হয়েছে এলফদের সঙ্গে। তার সরলতা, অতিরিক্ত উচ্ছ্বাস আর অদ্ভুত কৌতুক— সব মিলিয়ে সে হয়ে উঠেছে ক্রিসমাস-কালচারের এক আইকন। সিনেমার সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি হলো ফোন ধরার সময় তার বিখ্যাত লাইন—

বিজ্ঞাপন

‘Buddy the Elf, what’s your favourite colour?’
এই একটি সংলাপই জন্ম দিয়েছে ১৮ ডিসেম্বরের এই ব্যতিক্রমী দিবসের।

দিবসটির ধারণা কী?

Answer the Phone Like Buddy the Elf Day– এ নিয়ম একটাই— ফোন ধরতে হবে অতিরিক্ত উচ্ছ্বাস, হাসি আর শিশুসুলভ আনন্দ নিয়ে।

কেউ ফোন করলে নির্দ্বিধায় বলা যায়—
‘হ্যালোওও! আমি বাডি দ্য এলফ!’
‘আপনার প্রিয় রং কী?’
‘আজ কি আপনি কুকি খেয়েছেন?’

উদ্দেশ্য?

কাজের চাপ আর দৈনন্দিন গাম্ভীর্যের ভিড়ে এক চিমটি হাসি ছড়িয়ে দেওয়া।

দিবসটি কেন জনপ্রিয়?

এই দিবসের জনপ্রিয়তার পেছনে আছে আধুনিক জীবনের ক্লান্তি। সব ফোনকল মানেই যে বিল, কাজের চাপ বা দুঃসংবাদ— তা নয়। বছরে অন্তত একদিন ফোন ধরাটা হতে পারে নিখাদ আনন্দের উপলক্ষ।

মনোবিজ্ঞানীদের মতে, হাস্যরস ও হালকা আচরণ স্ট্রেস কমায়, মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়ায় এবং সামাজিক সম্পর্ক উষ্ণ করে। বাডি দ্য এলফ দিবস ঠিক সেটাই করে— হাসিকে ফিরিয়ে আনে দৈনন্দিন যোগাযোগে।

অফিসে কি এটা করা যায়?

অবশ্যই—তবে বুদ্ধি খাটিয়ে যা করা যায়:
সহকর্মীদের অভ্যন্তরীণ কল,
বন্ধুদের ফোন,
পরিচিতদের সঙ্গে মজা।

যা না করাই ভালো

গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কল,
জরুরি পারিবারিক ফোন,
অফিস বসের অপ্রস্তুত মুহূর্ত,
অনেক অফিসে ১৮ ডিসেম্বরকে ঘিরে ছোটখাটো ফান আওয়ার হয়— যেখানে নির্দিষ্ট সময়ের জন্য সবাই বাডি দ্য এলফ স্টাইলে ফোন ধরে।

সোশ্যাল মিডিয়ার ভূমিকা

এই দিবস সোশ্যাল মিডিয়া ছাড়া অসম্পূর্ণ। টিকটক, ইনস্টাগ্রাম রিল বা ফেসবুকে #BuddyTheElfDay হ্যাশট্যাগে ভরে যায় মজার ভিডিও। কেউ ফোন ধরে নাচছে, কেউ আবার পুরো এলফ কস্টিউমে!

এটা শুধু মজা নয়— একধরনের ডিজিটাল কানেকশন, যেখানে অচেনা মানুষও একসঙ্গে হাসে।

কুকি, কফি আর ক্রিসমাস ভাইব

বাডি দ্য এলফ মানেই কুকি, চকলেট আর মিষ্টি। তাই অনেকেই এই দিনে—
কুকি বেক করে,
সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেয়,
ফোন ধরার আগে এক চুমুক হট চকলেট,
হাসি আর মিষ্টির এই যুগলবন্দিই দিবসটিকে আলাদা করে তোলে।

শেষ কথা

Answer the Phone Like Buddy the Elf Day কোনো রাষ্ট্রীয় ছুটি নয়, কোনো আন্তর্জাতিক ঘোষণাও নয়। তবু এর শক্তি অন্য জায়গায়— এটা মনে করিয়ে দেয় যে—

বড় হওয়া মানেই সব সময় গম্ভীর হওয়া নয়। ১৮ ডিসেম্বর যদি একটি ফোনকল কারও মুখে হাসি ফোটাতে পারে, তাহলে সেই ফোনকলই হয়ে ওঠে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।

তাই আজ ফোন বেজে উঠলে একবার ভাবুন—
‘Buddy the Elf speaking… what’s your favourite colour?’

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ফোন ধরুন এলফের মতো!
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর