Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক-ইনস্টাগ্রামকে পেছনে ফেলে শীর্ষে ‘চ্যাটজিপিটি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪

২০২৫ সালে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরনে এসেছে আমূল পরিবর্তন। অ্যাপলের সবশেষ তথ্যানুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ ‘চ্যাটজিপিটি’।

২০২৪ সালেও অ্যাপলের এই তালিকায় চ্যাটজিপিটির অবস্থান ছিল চতুর্থ। মাত্র এক বছরের ব্যবধানে এটি গুগল, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো জায়ান্টদের ছাড়িয়ে ১ নম্বরে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য প্রমাণ করে যে এআই (AI) এখন কেবল প্রযুক্তিপ্রেমীদের শখ নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন ডিজিটাল জীবনের অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে।

সার্চ ইঞ্জিনের চ্যালেঞ্জ যখন এআই প্রতিবেদনে দেখা যায়, ব্যবহারকারীরা এখন দ্রুত কোনো উত্তর পাওয়া বা জটিল বিষয় শেখার জন্য গুগল ম্যাপ বা জিমেইলের চেয়েও এআই-এর দিকে বেশি ঝুঁকছেন। তথ্য অনুসন্ধানের প্রথাগত সার্চ পদ্ধতির চেয়ে কথোপকথন-ভিত্তিক এআই-এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই প্রবণতা ভবিষ্যতে মোবাইল সার্চের বাজারে গুগলের একাধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের মার্চ মাসেই এটি বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ হিসেবে রেকর্ড গড়েছিল। তথ্য অনুসন্ধানকে সহজ, দ্রুত এবং ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসায় মানুষ এখন প্রযুক্তির প্রতি আরও বেশি ‘কথোপকথনমূলক’ (Conversational) পদ্ধতি পছন্দ করছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, এআই-ভিত্তিক এই অ্যাপগুলোর জনপ্রিয়তা নির্দেশ করে যে, আগামীতে মানুষ প্রশ্ন-উত্তর, শিক্ষা, কনটেন্ট তৈরি এবং দাপ্তরিক কাজের জন্য সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে।