Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টফোন চার্জিং নিয়ে কিছু ভুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪১

স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তবে সঠিক নিয়মে চার্জ না দিলে ফোন দ্রুত নষ্ট হয়। এমনকি অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই ব্যাটারির সুরক্ষায় সঠিক নিয়ম জানা জরুরি।

আসুন জেনে নেই চার্জিং নিয়ে সাধারণ কিছু ভুল ও তার সমাধান

অনেকেই সারা রাত স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ব্যাটারি দীর্ঘ সময় ধরে ওভারচার্জড অবস্থায় থাকে। ফলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এটি ফোনের আয়ু দ্রুত কমিয়ে দেওয়ার প্রধান কারণ।

ওভারচার্জিং ও দুর্ঘটনার ঝুঁকি

রাতে ফোন চার্জে রেখে ঘুমানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগের ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে। অনেক ক্ষেত্রে ব্যাটারি বিস্ফোরণ ঘটে মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাই ঘুমানোর আগেই চার্জ শেষ করা নিরাপদ।

বিজ্ঞাপন

সঠিক চার্জের মাত্রা

ব্যাটারি কখনোই শতভাগ পূর্ণ করা জরুরি নয়। বিশেষজ্ঞরা ব্যাটারি ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন। এই সীমার মধ্যে চার্জ থাকলে লিথিয়াম আয়ন ব্যাটারি ভালো থাকে। সপ্তাহে অন্তত একবার ফোন রিবুট করা প্রয়োজন।

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন

চার্জ হওয়ার সময় ফোন সাধারণত কিছুটা গরম হয়। বালিশ বা তোশকের নিচে ফোন রেখে চার্জ দেবেন না। এতে তাপ বের হতে না পেরে ফোনের ক্ষতি হতে পারে। ফোনের কভার খুলে চার্জ দেওয়া সবচেয়ে নিরাপদ অভ্যাস।

আসল চার্জার ব্যবহার

সবসময় ফোনের সাথে আসা আসল চার্জার ব্যবহার করুন। সস্তা বা নিম্নমানের চার্জার ব্যাটারির স্থায়িত্ব দ্রুত কমিয়ে দেয়। ভোল্টেজের তারতম্যের কারণে ফোনের মাদারবোর্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কেবল নষ্ট হলে ভালো ব্র্যান্ডের পণ্য কিনুন।

পাওয়ার সেভিং মোড

রাতে ঘুমানোর আগে ফোনের অপ্রয়োজনীয় কানেক্টিভিটি বন্ধ রাখুন। ব্লুটুথ এবং লোকেশন সার্ভিস বন্ধ রাখলে ব্যাটারি কম খরচ হয়। এতে চার্জ দ্রুত শেষ হওয়ার ভয় থাকে না।