জিমেইল ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এখন থেকে পুরোনো অ্যাকাউন্টের সব ডাটা, মেইল এবং কনট্যাক্ট অক্ষুণ্ণ রেখেই পরিবর্তন করা যাবে জিমেইল ঠিকানা (ID)।
সম্প্রতি গুগল তাদের সাপোর্ট পেজে এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে, যা ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
নতুন এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, আইডি বদলালেও পুরোনো ঠিকানাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। ফলে নতুন ও পুরোনো উভয় ঠিকানাতেই আসা ই-মেইলগুলো ব্যবহারকারী নিয়মিত পাবেন। এছাড়া গুগল ড্রাইভের ছবি, ফাইল এবং অন্যান্য পরিষেবার তথ্যও আগের মতোই সুরক্ষিত থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, একবার ই-মেইল আইডি পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে না। তবে ব্যবহারকারী চাইলে তার পুরোনো আইডিটি আগের মতোই ব্যবহার চালিয়ে যেতে পারবেন। আর নতুন অ্যাকাউন্ট খুলে ম্যানুয়ালি ডাটা সরানোর ঝামেলা থেকে মুক্তি মিলবে।
গুগলের এই ঘোষণায় নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কেউ রসিকতা করে লিখেছেন, ‘ফিচারটা ২০০৫ সালে আসা দরকার ছিল।’ আবার কেউ পুরোনো সেই ‘কুল’ ইউজারনেমের স্মৃতিচারণ করছেন। তবে বেশিরভাগই মনে করছেন, জীবনের নতুন অধ্যায়ে নিজের পরিচয় নতুনভাবে সাজানোর ক্ষেত্রে এটি একটি কার্যকরী পদক্ষেপ।