ভিডিও এডিটিং করে যারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে নিজের আলাদা পরিচয় তৈরী করতে চান তাদের জন্য প্রধান সমস্যা হচ্ছে ভালো মানের ভিডিও এডিটিং করতে দামী সফটওয়্যার বা শক্তিশালী কম্পিউটারের অভাব। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। এখন কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা সম্ভব।
আসুন জানেন নেই, একেবারে বিনা খরচে ব্যবহার করা যায় এমন সেরা ৪টি এআই ভিডিও এডিটিং টুল –
১. ভিড ডট আইও (VEED.IO)
শর্ট ভিডিও, রিলস বা টিকটক তৈরির জন্য ভিড ডট আইও বর্তমানে বেশ জনপ্রিয়।
কেন ব্যবহার করবেন: এটি ব্যবহারের জন্য আলাদা সফটওয়্যার ডাউনলোড করতে হয় না। সরাসরি ব্রাউজার থেকে সাবটাইটেল যুক্ত করা, অডিও ক্লিনিং এবং সোশ্যাল মিডিয়া ফরম্যাটে ভিডিও ক্রপ করা যায়। বিশেষ করে এর অটো-সাবটাইটেল ফিচারটি কনটেন্ট ক্রিয়েটরদের কাজ অনেক সহজ করে দেয়।
২. ডেস্ক্রিপ্ট (Descript)
আপনি কি লেখা বা টেক্সট এডিট করতে পারেন? তাহলে আপনি ভিডিও এডিটও করতে পারবেন! ডেস্ক্রিপ্ট এমন একটি জাদুকরী টুল যা আপনার ভিডিওর অডিওকে টেক্সটে রূপান্তর করে।
কেন ব্যবহার করবেন: ভিডিও থেকে কোনো কথা বাদ দিতে চাইলে শুধু লেখাটি ডিলিট করে দিলেই ভিডিওর সেই অংশটুকু কেটে যাবে। যারা স্ক্রিপ্ট বা পডকাস্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি অপ্রতিদ্বন্দ্বী।
৩. ইনভিডিও (Invideo)
যাদের হাতে সময় কম কিন্তু ভালো ভিডিও দরকার, তাদের জন্য ইনভিডিও সেরা।
কেন ব্যবহার করবেন: এখানে শুধু আপনার ভিডিওর আইডিয়াটি লিখে দিলেই এআই আপনার জন্য ফুটেজ, মিউজিক এবং ভয়েসওভার খুঁজে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে দেবে। নতুনদের জন্য এটি এক অসাধারণ ‘টাইম সেভার’ টুল।
৪. ওয়াইসকাট (Wisecut)
ভিডিও এডিটিংয়ের সবচেয়ে বিরক্তিকর কাজ হলো অপ্রয়োজনীয় নীরব অংশ বা ‘পজ’ কেটে ফেলা। ওয়াইসকাট এই কাজটি একা করে দেয়।