Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর শেষ প্রান্তে এক স্বপ্নের দেশ— নিউজিল্যান্ড

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

পৃথিবীর মানচিত্রে একেবারে শেষ প্রান্তে… যেখানে সূর্য ওঠে একটু আলাদা আলো নিয়ে, আর বাতাসে ভেসে থাকে নিঃশব্দ শান্তি— সেই দেশটির নাম নিউজিল্যান্ড। অনেকে একে বলে ‘The Land of the Long White Cloud’। আবার কেউ বলে— স্বপ্ন আর প্রকৃতির নিখুঁত ঠিকানা।

চলুন, পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে এই বিস্ময়কর দেশটিকে নতুন করে আবিষ্কার করি…
নিউজিল্যান্ড: আয়তন ও অবস্থান
দুটি প্রধান দ্বীপ—
নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড,
আর অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত নিউজিল্যান্ড।
আয়তন প্রায় ২ লাখ ৬৮ হাজার বর্গকিলোমিটার— বাংলাদেশের প্রায় দ্বিগুণ।

তবে লোকসংখ্যা মাত্র ৫০ লাখের একটু বেশি। এ কারণেই হয়তো, এখানে প্রকৃতি আজও নিজের মতো করেই বেঁচে আছে।

বিজ্ঞাপন

প্রাকৃতিক সৌন্দর্য: যেন সিনেমার সেট…
বরফে ঢাকা পাহাড়,
সবুজ উপত্যকা,
নীল হ্রদ,
অগণিত জলপ্রপাত,
আর বিশাল সমুদ্রতট—
নিউজিল্যান্ড যেন প্রকৃতির এক জীবন্ত আর্ট গ্যালারি।

ফিয়র্ডল্যান্ড ন্যাশনাল পার্ক,
মিলফোর্ড সাউন্ড,
লেক টেকাপোর নীল জল— সব মিলিয়ে নিউজিল্যান্ড যেন চোখের জন্য এক শান্তির ওষুধ।

আর এদেশের অর্থনীতি: শান্ত কিন্তু শক্ত। নিউজিল্যান্ডের অর্থনীতি চমকপ্রদ না হলেও
ভীষণভাবে স্থিতিশীল।

মূল চালিকাশক্তি— কৃষি ও দুগ্ধজাত পণ্য। মাংস ও উল রপ্তানি, পর্যটন খাত, প্রযুক্তি ও স্টার্টআপ। বিশ্বের অন্যতম বড় দুগ্ধ রপ্তানিকারক দেশ এটি।

এখানকার জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। কাজের পরিবেশে স্ট্রেস কম, লাইফ–ওয়ার্ক ব্যালান্স বেশি।

আর এদেশের সংস্কৃতি আধুনিকতা আর আদিবাসী ঐতিহ্যের মেলবন্ধন। নিউজিল্যান্ডের প্রাণ হলো মাওরি সংস্কৃতি। তাদের ঐতিহ্যবাহী নৃত্য ‘হাকা’ আজ বিশ্বজুড়ে পরিচিত। এটা শুধু নাচ নয়— এটা সাহস, শক্তি আর আত্মপরিচয়ের প্রকাশ।

ইউরোপীয় সংস্কৃতির সাথে মাওরি ঐতিহ্যের মেলবন্ধনে নিউজিল্যান্ড গড়ে তুলেছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয়।

এখানে মানুষ ভিন্ন মতকে সম্মান করে, প্রকৃতিকে ভালোবাসে, আর শান্ত জীবনকে সবচেয়ে বড় সম্পদ মনে করে।

নিউজিল্যান্ড বলা হয় স্বপ্নের দেশ কারণ এখানে— প্রকৃতি কথা বলে মানুষ ধীরে বাঁচে, জীবনের মানে শুধু দৌড় নয়, শান্তিই সবচেয়ে বড় বিলাসিতা।

নিউজিল্যান্ড তাই শুধু একটি দেশ নয়— এটা এক অনুভূতি, একটা বিকল্প জীবনধারা।

শেষ কথা…

পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে নিউজিল্যান্ড যেন আমাদের বলে—
‘জীবনটা ধীরে বাঁচো,
প্রকৃতির সাথে বন্ধুত্ব করো,
আর স্বপ্ন দেখতে কখনো ভয় পেয়ো না।’

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর