Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঘ: শীতের শেষ অধ্যায়, বসন্তের প্রস্তুতির মাস

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬

শীতের কুয়াশা ভেদ করে বাংলার ঘরে ঘরে হাজির হয়েছে বাংলা সনের দশম মাস—মাঘ। মাঘ মানেই শুধু কনকনে ঠান্ডা নয়, মাঘ মানে পিঠা-পুলির মিষ্টি ঘ্রাণ, বিয়ের সানাইয়ের সুর, ঘুড়ির রঙিন আকাশ আর বসন্তের আগমনী বার্তা।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, পৌষ ও মাঘ— এই দুই মাস মিলেই শীতকাল। আর মাঘ হলো সেই শীতের শেষ অধ্যায়, যখন প্রকৃতি ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করে। ভোরের ঘন কুয়াশা, ঘাসে ঘাসে শিশিরের ঝিলিক, হালকা রোদে ধোঁয়াটে সকাল— এই সময়েই প্রকৃতিতে শুরু হয় পাতাঝরার দিন। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি যেন প্রস্তুতি নেয় নতুন জীবনের।

মাঘ নামের উৎস ও ধর্মীয় তাৎপর্য

‘মাঘ’ নামটির উৎস এসেছে জ্যোতির্বিজ্ঞানের একটি বিশেষ সময় থেকে। সূর্য যখন মঘা নক্ষত্রে অবস্থান করে, তখন থেকেই এই মাসের নামকরণ। এ সময় সূর্য উত্তরায়ণ হয়— যাকে বহু ধর্মাবলম্বী অত্যন্ত পবিত্র বলে মনে করেন।

বিজ্ঞাপন

হিন্দু ধর্মে মাঘ মাসকে বলা হয় স্নান ও সংযমের মাস। এই সময়ে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়— এমন বিশ্বাস প্রচলিত। অনেক জায়গায় মাঘ মাসজুড়ে চলে নানা ব্রত ও উপবাস। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন সূর্যব্রত। লোকবিশ্বাস অনুযায়ী, অবিবাহিত নারীরা এই ব্রত পালন করলে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। গ্রামবাংলায় এখনো এই বিশ্বাস ও আচার বেশ প্রচলিত।

মাঘী পূর্ণিমা ও বৌদ্ধ উৎসব

মাঘ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিন হলো মাঘী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার স্মরণে এ দিন নানা ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও দানের আয়োজন করা হয়। বৌদ্ধ বিহারগুলোতে দেখা যায় উৎসবের আমেজ।

সাকরাইন ও ঘুড়ির রঙিন উৎসব

মাঘের শুরুতেই পুরান ঢাকায় বসে বাঙালির ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসব।
ছাদের পর ছাদ, আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা— যেন শীতের আকাশে আনন্দের তুলির আঁচড়। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও এই সময় ঘুড়ি ওড়ানোর ধুম পড়ে। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও মেতে ওঠে এই উৎসবে। সাকরাইন শুধু একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার শতাব্দীপ্রাচীন সংস্কৃতির অংশ।

সরস্বতী পূজা: বিদ্যার আরাধনা

মাঘ মাসের শুক্লা পঞ্চমী মানেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এ বছর সরস্বতী পূজা পালিত হবে ২৩ জানুয়ারি শুক্রবার। এই দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই-খাতা, কলম সাজিয়ে পূজার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের চোখেমুখে থাকে আলাদা এক উচ্ছ্বাস। অনেকের কাছে এই দিনটি বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক।

বসন্তের প্রস্তুতি

সব মিলিয়ে, মাঘ মাস শীতের চূড়ান্ত রূপ দেখিয়ে নানা উৎসব, ধর্মীয় আচার ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে প্রকৃতিকে প্রস্তুত করে তোলে বসন্তের জন্য। প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও আসে এক নতুন আবেশ।

শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে মাঘ যেন বলে যায়— বিদায়ের মাঝেই লুকিয়ে থাকে আগমনের গল্প। আর সেই সঙ্গে, বাঙালির জীবনে এনে দেয় এক আলাদা আনন্দ, এক আলাদা উষ্ণতা।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর