নাচের তালে ট্রাফিক নিয়ন্ত্রণ!
২৯ ডিসেম্বর ২০১৭ ১৫:২৩
সারাবাংলা ডেস্ক
ট্রাফিক পুলিশকে নেচে নেচে দায়িত্ব পালন করতে কখনো দেখেছেন? যদি না দেখেন তাহলে এবার দেখে নিন মজার সেই কাণ্ড!
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের ট্রাফিক পুলিশ রণজিৎ সিং (৩৮) নামে ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কঠিন দায়িত্ব পালন করছেন নাচের তালেই।
রণজিৎ বলেন, “মাইকেল জ্যাকসনের অনেক বড় ভক্ত আমি। গাড়ি থামাতে ১২ বছর আগে থেকেই তার `মুনওয়াকিং’ নাচ অনুকরণ করছি।”
তিনি বলেন, “ট্রাফিক নিয়ন্ত্রণের পেশাটি ক্লান্তিকর একটি কাজ। এ ছাড়া জ্যামে বসে থাকা মানুষদের জন্যও তা বিরক্তিকর। এই ‘মুনওয়াকিং’ নাচ সবার ক্লান্তি ভুলিয়ে দেয়। কিন্তু ‘মুনওয়াকিং’ নাচ পথচারীদের চেয়ে চালকদের বিনোদন দেয় বেশি।”
এএফপির প্রতিবেদনে বলা হয়, রণজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নাচের কিছু ভিডিও পোস্ট করে। ৫০ হাজার মানুষ রয়েছে তার ফলোয়ার।
সারাবাংলা/ এমএইচটি/আইজেকে