Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ছয়দিন যোগব্যায়াম, গিনেস বুকে গৃহবধূ


৩০ ডিসেম্বর ২০১৭ ০৯:০৪

সারাবাংলা ডেস্ক

ভারতে যোগব্যায়াম অনেক পুরনো এক ঐতিহ্য। পুরো বিশ্বেই এর জনপ্রিয়তা বাড়ছে। ভারতীয় ঐতিহ্যবাহী এই যোগব্যায়ামকে অন্য উচ্চতায় পৌঁছে দিলেন চেন্নাইয়ের গৃহবধূ কবিতা ভারানিদরন (৩১)। টানা ছয়দিন যোগব্যায়াম করে গিনেস বুকে নাম লেখালেন তিনি।

 

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, তিন সন্তানের মা কবিতা,২৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭টা থেকে যোগব্যায়াম শুরু করেন। যা এখনো চলমান। এই সময়ের মাঝে তিনি প্রতি ঘন্টায় মাত্র পাঁচ মিনিট বিরতি নেন।

এর আগে যোগব্যায়ামের রেকর্ড ছিল ভারতেরই প্রদ্যনা পাটিলের। টানা ১০৩ ঘণ্টা যোগব্যায়াম করেছিলেন তিনি। চেন্নাইয়ের গৃহবধূ কবিতার ছয়দিনের এই যোগব্যায়াম প্রদ্যনার রেকর্ড ভঙ্গ করল। সে সঙ্গে কবিতা গড়লেন বিশ্বরেকর্ডও।

তবে এখনো থেমে যাননি কবিতা। গোটা ভারতজুড়ে যখন তার জয়জয়কার, তখনও নিজের কাজের ইতি টানেন নি তিনি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এই যোগব্যায়াম চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। যদি তিনি তা সম্পন্ন করতে পারেন তবে অনন্য এই রেকর্ড কারো পক্ষে সহজে ভাঙ্গাও সম্ভব হবে না।

সারাবাংলা/এমএইচটি

 

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর