‘কাজীর বৃষ্টি’, কেতাবে আছে আকাশে নেই
২৩ আগস্ট ২০১৮ ১০:৫৫
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঢাকা: প্রতিটি ভাষায় যে প্রবাদ প্রবচন থাকে তা কিন্তু মিথ্যে না। প্রবাদের ঘটনা তো সত্যি সত্যিই মানুষের জীবনে ঘটে।
আজকের দিনেও যেমন বলা হচ্ছে খুব তর্জন গর্জন করে বৃষ্টি আসবে, চারিদিক সে ত্রাসে থরো থরো। কিন্তু কোথায় সেই বৃষ্টি!
আকাশে অনেক মেঘ, কালো ঘন মেঘ। মেঘ থেকে যদি বৃষ্টি না হয় তবে অন্য একটা বিষয় হবেই হবে, তা হচ্ছে আর্দ্রতা অনেক বেশি থাকবে। এরই মধ্যে দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গরম লাগবে ৪১ ডিগ্রির মতো। মানে এখানেও বলার কথা এক আর ঘটনা আরেক।
সবকিছুর মধ্যে সবচেয়ে আরামের বিষয় হচ্ছে, দিনটি একদম আয়েশের, পুরোপুরি ছুটির। এখন আয়েস করে আবহাওয়ার রূপ দেখা যাক। তবে যারা বেড়াতে বের হবেন, তারা একটু সতর্ক থাকবেন। ওই যে কথায় আছে না, সাবধানের মার নেই!
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ/টিআর