হাত দিয়ে বরফ ভেঙে বৃদ্ধাকে উদ্ধার, ভিডিও ভাইরাল
৩০ ডিসেম্বর ২০১৭ ১৬:৫১
সারাবাংলা ডেস্ক
বরফ জমে ওঠা নদীতে বুক পর্যন্ত ডুবে ছিলেন ৭০ বছর বয়সী এক নারী। আশেপাশের পানি ততক্ষণে জমতেও শুরু করেছে। বাঁচার আশা নেই বললেই চলে। এমন সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন দুই উদ্ধারকর্মী। তাদের সাহসী ভূমিকায় শেষ পর্যন্ত রক্ষা পেলেন বৃদ্ধা।
তার বেঁচে ফেরার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চীনের হুবেই প্রদেশে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঘটনাটি প্রকাশ্যে আসে।
ভিডিওতে দেখা যায়, নদীতে অসহায় হয়ে পড়ে আছেন এক বৃদ্ধা। তাকে বাঁচাতে ছুটে এলেন দু’জন। একজন দু’হাত দিয়ে বরফ ভেঙ্গে বৃদ্ধাকে উপরে তোলার চেষ্টা করছেন। অপর একজন ব্যক্তি পেছন থেকে সেই দু’জনকে উপরে উঠে আসতে সাহায্য করছেন।
https://www.youtube.com/watch?v=-4BmeejCCX0
সারাবাংলা/এমএইচটি/আইজেকে