Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদল গেছে টুটি


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৯

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

মেঘের ঘনঘটায় কখন ভাদ্র মাস চলে গেছে তা একদম বোঝাই যায়নি। মেঘ কাটায় আজ বোঝা যাবে আশ্বিন মাস বলে কাকে। তো বাদল টুটে যাক, ছুটে যাক, হাওয়ায় মিলাক, আজ কিন্তু আমাদের ছুটি না ভাই, আজ হাড় জ্বালানি, প্রাণ পুড়ানি রোববার। সপ্তাহের শুরুর দিন।

বাদলা দিন কেটে গেলে যে সব সময় আহা হা হা…’র মতো আনন্দ হয় না তা। আজকের কথাই বলি, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বলতে গেলে আজকে অন্যতম গরম দিন।

আজ সারাদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। মৌসুমি বায়ু খুব বেশি সক্রিয় নেই। এদিকে দেশের উত্তর আর উত্তর পশ্চিম যেখানে বৃষ্টি হওয়ার কোনো উপলক্ষ্য লাগে না সেখানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।

ঢাকায় দিন বাড়তে বাড়তে মেঘ সব আকাশ ছেড়ে পালাবে। তখন গরমের সঙ্গে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রকোপও বাড়বে। তবে বেলা পড়ে গেলে আবার মেঘ জড়ো হবে আকাশে। এখন রাতে একটা বৃষ্টি হতেও পারে, নাও পারে তবে গরম যে তাতে খুব কমবে না এটা সহজেই অনুমেয়।

তাহলে আর কী? বাংলাদেশ ক্রিকেট দল কাল লংকা বধ করেছে আমরা লাফিয়ে বেড়িয়ে যাই গরম এ দিনটা বধে। এইসব কঠিন দিনগুলো বেশ ভালো। কারণ, এ দিনগুলোতেই ঠিক মতো নিজের ক্যারিশমা দেখানো যায়!

নিরাপদ ও শুভ হোক সপ্তাহের প্রথম দিনটি!

সারাবাংলা/এমএ

শুভ কাটুট দিনটি!