প্রাণে হিল্লোল তোলা বৃষ্টি
৪ অক্টোবর ২০১৮ ০৮:৫১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আশ্বিন মাস পড়লেই বাতাস আস্তে আস্তে নরম হওয়া ধরে। দিনের অনুপাতে রাতগুলো একটু বেশি ঠাণ্ডা, হালকা একটা শীতল নরম গন্ধ, সকালের শিশিরের জেগে উঠা সব মিলিয়ে কেমন একটা আদর আদর অনুভূতি, মনে হয় যেন কোথাও আনন্দের এক দুয়ার খুলে গেছে।
এ বছর এখনও গরম পিছু ছাড়েনি। তাতে কী? গাছে গাছে শিউলির রঙ লেগেছে, কাশফুলের বীজ উড়ে এসে একবারও কি মনে করায় নি শীতের দরজা খুলছে? না হলেও সকালের গন্ধ ঠিকই শৈশবের সব শীতের স্মৃতি নাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ শীত আসছে।
শীতের আগমনী সঙ্গীতের ঐক্যতানে সুর তুলে বাতাসও শুষ্ক হয়ে গেছে। এখন আসলে এগুলোই হবে। আস্তে আস্তে মৌসুমি বায়ু কম সক্রিয় হচ্ছে। আজকে অবশ্য মৌসুমি বায়ু বেশ সক্রিয় আর সারাদেশেই বৃষ্টির সম্ভবনা আছে।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে দুপুরের আগেই একটা বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে আকাশ মেঘলাও থাকবে, বাতাসের আর্দ্রতাও বেশি থাকবে আর তাপমাত্রাও কিছুটা কম থাকবে।
এভাবেই মেঘের পর্দার আড়ালে হেমন্ত চলে আসবে। আর কটা দিনের মাত্র অপেক্ষা।
সুন্দর কাটুক সপ্তাহের শেষ দিনটি।
সারাবাংলা/এমএ