শুষ্ক দিনে বৃষ্টির গল্প!
৪ নভেম্বর ২০১৮ ১০:১৩
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
নভেম্বর মাসের এমন সময় একটা শীত নামানোর বৃষ্টি না হলেই নয়। একদিকে ঠান্ডা, আরেকদিকে বৃষ্টি সব মিলে একটা নাকাল অবস্থা!
আজকের দিনটিও বৃষ্টির। কিন্তু ঠান্ডার না। সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। কাজেই গরম বেশ টের পাওয়া যাবে।
বৃষ্টির বিষয়টি হচ্ছে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু আবার সক্রিয়। ফলে বৃষ্টি পালে হাওয়া লাগিয়ে শুষ্ক মৌসুম আসার আগে শেষ খেলাটা দেখিয়ে যাচ্ছে। তবে আকাশে যত মেঘ আছে সব ঝরার জন্য না। ঢাকায় বৃষ্টি হবে মোটে ১ মিলিমিটার।
তবে বৃষ্টি না হলেও সারাদিন এই বৃষ্টির সম্ভাবনায় দিন বেশ কেটে যাবে।
শুভ হোক সপ্তাহের প্রথম দিনটি।
সারাবাংলা/এমএ/এমএইচ