Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমেল বাতাসের দিনে


১৩ ডিসেম্বর ২০১৮ ১০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শীতের মাস পৌষ একদম দুয়ারে চলে এসেছে। তিনি এসেছেন আর শীত পড়বে না তাও কী হয়? তার আগমন ঘটছে যথারীতি উত্তরবঙ্গ দিয়ে, তাই তো গতকাল তেঁতুলিয়াতে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস। শুনেই কেমন হাড় কাঁপছে না?

এই শীত শিগগিরই এসে পৌঁছাবে ঢাকাতেও। পদধ্বনি তো পাওয়া যায়। ওদিকে বঙ্গোপসাগরের সেই সুস্পষ্ট লঘুচাপটা কিন্তু আমাদের আকাশ মেঘলাও করে রাখবে। তাই শীতের অনুভূতিও বেশি বেশিই হবে।

কুয়াশার এখনও কোনো আগমনী বার্তা নেই। তবে সে এসে পড়তেই পারে যে কোনো সময়। আপাতত শহরতলি আর গ্রামের দিকে মাঝারি কুয়াশা আছে। সেই কুয়াশাই শীতটাকে যা সতেজ রেখেছে৷

বিজ্ঞাপন

এমনিতে গরম গা সওয়া। ২৬ বা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বড়জোর। কিন্তু টেকনাফে কাল ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম ছিল। তাই কোথাও কোথাও একটু গরম লাগলেও সেটার জন্য প্রস্তুতি নিয়েই রাখেন।

সকালে যেমন করে বাইরে যেতে চান যেতে পারেন। তবে রাতে ফেরার বিষয় থাকলে ভারি কাপড় নিতে ভুলবেন না। সূর্য নামলেই শীত হুড়মুড় করে এসে পরবে।

সারাবাংলা/এমএ/এসএমএন

পৌষ শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর